বাঙলা প্রতিদিন ডেস্ক : গুণগত মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও সুখী সমৃদ্ধ উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন বাউবির অঙ্গীকার। বাউবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শনিবার (২৮ ডিসেম্বর) বাউবির ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গণমানুষের বিশ্ববিদ্যালয়। সমাজের নারী, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গসহ বিভিন্ন পেশাজীবিদের শিক্ষার মহাসোপানে ফিরিয়ে এনে দক্ষ জনশক্ষিতে রূপান্তরের কথা উল্লেখ করেন উপাচার্য।
ফ্যাসিস্ট সরকারের বিগত ১৫ বছরে ত্রুটিপূর্ণ পরীক্ষা পদ্ধতি ও অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা থেকে উত্তরণে এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ও শিক্ষা সংস্কারে সকলকে সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানান। আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় কালে মাঠ পর্যায়ের বিভিন্ন বিষয় ধৈর্য সহকারে শুনেন এবং সমাধান ও করণীয় সম্পর্কে আলোকপাত করেন।
কর্মকর্তা কর্মচারীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার এবং নাগরিক সেবা প্রাপ্তি নিশ্চিতকরণে আরো যত্নশীল ও তথ্য প্রদানে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন।
মতবিনিময় অনুষ্ঠানে বাউবি ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ড, আ.ফ.ম মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। উপাচার্য মতবিনিময় শেষে ফরিদপুর আঘঞ্চলিক কেন্দ্র ক্যাম্পাসে স্মারক বৃক্ষ হিসেবেএকটি নিম গাছের চারা রোপণ করেন।