বাঙলা প্রতিদিন ডেস্ক : তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসির মেঢাবিবি-৩-এর
আওতাধীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পূর্ব মানিকনগর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদে আজ একটি অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে উত্তর মানিকনগর বালুর মাঠ পাকা রাস্তা এলাকায় স্থানীয় কয়েকটি বাড়িতে অবৈধ লাইনের মাধ্যমে গ্যাসের সংযোগ পাওয়া যায়। এসময় তাৎক্ষণিকভাবে প্রায় ১৩টি বাসার ৭৫টি অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে লাইন বন্ধ করা হয় এবং ৫টি পৃথক মামলায় ৮৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। এতে প্রতিদিন রাষ্ট্রের ১৫৭৫ সিএফটি গ্যাস সাশ্রয় হবে।
এছাড়া, এলপিজি গ্যাসের লাইসেন্স না থাকায় রামপুরার এইচ টি এইচ রিফুয়েলিং
স্টেশনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।