বাঙলা প্রতিদিন ডেস্ক :বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র প্রেস বিফিং এ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, গত ২১ জানুয়ারি ২০২৫ তারিখে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মচারী ও শ্রমিকরা গাজীপুরের শ্রীপুর মায়ানগর মাঠে জমায়েত হয়ে লে-অফ প্রত্যাহার করে ফ্যাক্টরিসমূহ খুলে দেওয়ার দাবি জানান। তারা ঘোষণা দেন, ২২ জানুয়ারি ২০২৫ তারিখ বিকেল ৩টার মধ্যে ফ্যাক্টরি খুলে না দিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসহ শাটডাউন কর্মসূচি গ্রহণ করবেন।
বেক্সিমকো’র কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ও দেশবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে মোট ৩২ টি ফ্যাক্টরির মধ্যে ১৬ টি ফ্যাক্টরির কোন অস্বিত্ব নেই, কিন্তু উক্ত ১৬ টি কোম্পানীর বিপরীতে ১২,০০০ (বার হাজার) কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়েছে। ১২টি ফ্যাক্টরি ম্যানেজমেন্ট কর্তৃক লে-অফ করা হয়েছে, যা সরকারের কোনো সিদ্ধান্ত নয়। ০৩ টি ফ্যাক্টরি বর্তমানে চলমান রয়েছে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত ৩২ টি ফ্যাক্টরির বিপরীতে ২৯,৯২৫ (উনত্রিশ হাজার নয়শত পঁচিশ) কোটি টাকাসহ বেক্সিমকো লিমিটেড এর মোট ব্যাংক ঋণ বর্তমানে ৪০,০০০ (চল্লিশ হাজার) কোটি টাকারও বেশি। এর মধ্যে শুধুমাত্র জনতা ব্যাংকের পাওনা ২৩,২৮৫.৪২ (তেইশ হাজার দুইশত পঁচাশি দশমিক চার দুই) কোটি টাকা। ম্যানেজমেন্ট অর্থাৎ মালিকরা ও অর্থ কোথায় গিয়েছে জানা নাই মর্মে জানিয়েছেন শ্রম উপদেষ্টা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিগত ২৪ নভেম্বর ২০২৪ তারিখে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিরাজমান পরিস্থিতির কারণে পারিপার্শ্বিক শিল্প স্থাপনাদি ও জনজীবনে সৃষ্ট অভিঘাত পর্যালোচনা ও তৎপ্রেক্ষিতে করণীয় কার্যব্যবস্থার সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট ‘বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’ গঠন করে।
ব্রিফিং এ উপদেষ্টা বলেন, ইতোমধ্যে উক্ত কমিটির ০৫ (পাঁচ) টি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত ১ম সভার সিদ্ধান্ত মোতাবেক জনতা ব্যাংক পিএলসি থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিক-কর্মচারীদের ০৩ (তিন) মাসের বকেয়া বেতন সংস্থান করা হয়েছে যার পরিমাণ নিম্নরূপঃ
ক) সেপ্টেম্বর/ ২০২৪ মাসের বকেয়া বেতন বাবদ ৫৫ (পঞ্চান্ন) কোটি টাকা;
খ) নভেম্বর/ ২০২৪ মাসের বকেয়া বেতন বাবদ ৫৮.৬৭ (আটান্ন দশমিক সাতষট্টি) কোটি টাকা
গ) ডিসেম্বর/ ২০২৪ মাসের বকেয়া বেতন বাবদ ৪৯.৭৬ (উনপঞ্চাশ দশমিক ছিয়াত্তর) কোটি টাকা;
ঘ) জানুয়ারি/ ২০২৫ এর বেতন উপদেষ্টা পরিষদের পরবর্তী সিদ্ধান্তের আলোকে প্রদান করার প্রস্তুতি রয়েছে।
এছাড়াও আপদকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য অর্থ বিভাগ কর্তৃক ৫০ (পঞ্চাশ) কোটি টাকা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল হতে ১০ (দশ) কোটি টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে, অর্থ্যাৎ সেপ্টেম্বর ২০২৪ হতে অদ্যাবধি সরকার মোট ২২৩.৪৩ (দুইশত তেইশ দশমিক তেতাল্লিশ) কোটি টাকা প্রদান করা হয়েছে। অত্যধিক ঋণগ্রস্ত অবস্থায় ফ্যাক্টরিগুলো চালানোর জন্য কোনো ব্যাংকই তাদেরকে নতুন ঋণ দিতে পারছে না। দেশের মালিক জনগণ; এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিপূর্ণ ভাবে জনগণের স্বার্থ রক্ষায় অঙ্গীকারাবদ্ধ। এই সরকার সমষ্টিগতভাবে জনগণের স্বার্থকেই অগ্রগণ্য বলে বিবেচনা করে। মহামান্য হাইকোর্ট বিভাগে চলমান রিট মামলায় ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের প্যানেল আইনজীবি পরিবর্তন করা হয়েছে এবং এটর্নি জেনারেলের সাথে আলোচনা করে একজন দক্ষ ও অভিজ্ঞ আইনজীবি নিয়োগ করা হয়েছে। এছাড়া, বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত কোম্পানীসমূহে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহ বিক্রয়/ লিজ প্রদান/ হস্তান্তরের লক্ষ্যে কোম্পানীসমূহের সম্পদ বিবরণী, দায়-দেনা, সংশ্লিষ্ট ব্যাংকে মর্টগেজকৃত সম্পদের বিবরণী, চলমান ব্যবসা ও আয় সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন এর সাথে সংশ্লিষ্ট কোম্পানীসমূহের Article of Association অনুযায়ী কোম্পানীসমূহের সম্পদ বিক্রয়/ হস্তান্তর/ লিজ প্রদান প্রক্রিয়াধীন রয়েছে। আগামী ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের চলমান আর্থিক সংকট নিরসনের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এবং ঋণ প্রদানকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সমন্বয়ে একটি সভা আয়োজন করা হয়েছে। এছাড়াও আগামী ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে উপদেষ্টা পরিষদ কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা এবং দায়-দেনা ও সম্পদের বিবরণ পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ব্রিফিং এ তিনি জানান, সরকার শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে সর্বদা সজাগ এবং তাদের অধিকার নিশ্চিত করতে উপদেষ্টা কমিটি সর্বোচ্চ সোচ্চার রয়েছে। সরকার লে-অফ হওয়া কর্মচারী ও শ্রমিকদের বাস্তবতা উপলব্ধি করে ধৈর্যের পরিচয় দিতে আহ্বান জানাচ্ছে এবং দেশের স্বার্থে ক্ষতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করছে। গতকাল গাজীপুর মহাসড়কে ভাংচুরে ও অগ্নীসংযোগে যারা জড়িত ছিলো তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা ও বিদ্যমান শ্রম পরিস্থিতি নিরষনকল্পে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সভাপতিত্বে আয়োজিত এক সভায় শ্রমিক নেতা মোশরেফা মিশু এবং অন্যান্য শ্রমিক নেতাদের উপস্থিতিকে দাবি করেন যে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের
ফ্যাক্টরি বন্ধ শ্রম আইন অনুযায়ী বন্ধ করে দেনা পাওনাদি ও ক্ষতিপূরণ প্রদান করা হউক , ফ্যাক্টরিসমূহ রাষ্টয়াত্ব প্রতিষ্ঠানে রূপান্তর করার এবং বড় বড় গ্রুপ অব কোম্পানীর সাথে ফ্যাক্টর গুলো একীভূত করা। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের ঋণ/ দায়-দেনার বিবরণীঃ ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের হিসাবে অনুযায়ী জনতা ব্যাংক লিঃ ২৩,২৮৫.৪২ কোটি টাকা, এবি ব্যাংক লিঃ ৮৮৯.০১ কোটি টাকা, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিঃ, ৩৪৯.৫৭ কোটি টাকা, এক্সিম ব্যাংক লিঃ, ৪৯৭.০০ কোটি টাকা, ন্যাশন্যাল ব্যাংক লিঃ ৩১৫.১৯ কোটি টাকা, অগ্রণী ব্যাংক লিঃ, ৪১৫.০৮ কোটি টাকা, ডাচ-বাংলা ব্যাংক লিঃ ৯৩.২৩ কোটি টাকা।
৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখের হিসাব অনুযায়ী গ্লোবাল ইসলামী ব্যাংক লিঃ ৫১.৭৯ কোটি টাকা, আইএফআইসি ব্যাংক লিঃ ১১৬.৪৯ কোটি টাকা, পদ্মা ব্যাংক লিঃ ২৩.৯৭ কোটি টাকা, রূপালী ব্যাংক লিঃ ৯৬৫.৩৮ কোটি টাকা, সোনালী ব্যাংক লিঃ ১,৪৮৪.১৬ কোটি টাকা, ফিনিক্স ফাইন্যান্স লিঃ, ৩৫.৩৮ কোটি টাকা, বিআইএফএফএল ৮৫.৮৪ কোটি টাকা, বন্ড/ সুকুক ৩৯০.০০ কোটি টাকা, এমপ্লয়িজ লায়াবিলিটি ৫৫৯.৩১ কোটি টাকা, অন্যান্য ক্রেডিটর লায়াবিলিটি ৩৬৮.৩৮ কোটি টাকা। সর্বমোট ২৯,৯২৫.২০ কোটি টাকা (উনত্রিশ হাজার নয়শত পঁচিশ কোটি ২০ লক্ষ টাকা)
ব্যাংক/অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের লোন ২৮,৬০৭.৫১ কোটি টাকা)।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ ব্রিফিং এ স্বরাষ্ট্র উপদেষ্টা , বানিজ্য উপদেষ্টা , প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত, বিজিএমইএ এর প্রশাসক, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণ, শ্রম ও কর্মসংস্থান সচিব, বেক্সিমকো লি: এর রিসিভার এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এ সময়ে উপস্থিত ছিলেন।