কুমিল্লা প্রতিনিধি: বৃহত্তর কুমিল্লা সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক লায়ন মো. এমরানুল হকের পিতা জেলা শিক্ষা অফিসার (অব.) মো. জাহের মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকার মোহাম্মদপুর আলমানার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি একজন (অব.) জেলা শিক্ষা অফিসার ছিলেন।
শুক্রবার নিজ গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর মিয়া বাড়ি জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। তার প্রথম জানাজা কুমিল্লার ছায়া বিতান হাউজিং সোসাইটির মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বৃহত্তর কুমিল্লা সমিতি, ঢাকার সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান খোকন।