বাঙলা প্রতিদিন ডেস্ক:
গাউছে যমান, শাইখুল মাশায়েখ, হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (রহ.)’র লিখিত অন্যতম কিতাব “তাফসীরে ফাউজুল আজিজ” এর প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান ২৫ জানুয়ারি ২০২৫ ইং রোজ শনিবার, সকাল ১০ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবস্থ মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশ’র ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন – দেশের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ, আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়ার সভাপতি , আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ এর চেয়ারম্যান, ছিপাতলী দরবারে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়ার সাজ্জাদানশীন পীরে তরিকত হযরতুলহাজ্ব আল্লামা শাহজাদা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল্-কাদেরী (ম জি আ)।
বক্তাগন বলেন – আল্লামা কাদেরী ( রহ) এর শরীয়ত – তরিকত ও মাযহাব – মিল্লাতের খেদমতের ক্ষেত্রে অতুলনীয় অবদান রয়েছে। তিনি প্রায় পঞ্চাশের উপরে দেশের বিভিন্ন স্থানে মাদ্রাসা, মসজিদ, খানকা , হেফজখানা, ইয়াতিমখানা ও সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এছাড়াও একজন ক্ষুরধার লিখক হিসেবে রয়েছে দেশজুড়ে তাঁর খ্যাতি। তিনি একজন কলম সম্রাট । তিনি বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভাষায় দেড় শতাধিক কিতাব রচনা করেন।
তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসক, শিক্ষক হিসেবে সকলের জন্য মডেল, তার ওয়াজ নসিহত ছিল অনুপম দৃষ্টান্ত, তরিকতের ক্ষেত্রে অনন্য একজন শায়খ।
বক্তাগন বলেন – আল্লামা কাদেরীর লিখিত তাফসীরে ফাউজুল আজিজ গ্রন্থের অন্যতম ও ব্যতিক্রম বৈশিষ্ট্য হচ্ছে – প্রতিটি শব্দের অনুবাদ ও শাব্দিক তাহকীক তথা বিশ্লেষণ, নাহু ও ছরফি কায়দা ও নিয়ম – নীতি উপস্থাপন, উল্লেখযোগ্য আয়াতের তারকীব, প্রতিটি আয়াত অবতীর্ণের প্রেক্ষাপট ও শানে নুজুল, আয়াতের অর্থ ও তাফসীর তথা ব্যাখ্যা – বিশ্লেষণ, পূর্ববর্তী আয়াত ও সূরার যোগসূত্র, কোন সূরায় কতটি রুকু, আয়াত , শব্দ ও অক্ষর রয়েছে তার বর্ণনা। তাওহীদ ও রিসালতের হৃদয়গ্রাহী আলোচনা, আহলে সুন্নাতের আকাইদের অকাট্য প্রমাণাদি সহকারে বর্ণনা, বাতিল দল – উপদল গুলোর উৎস নির্ণয় পূর্বক তাদের স্বরূপ উন্মোচন ও খন্ডন, আয়াতগুলোর সংশ্লিষ্ট ফিকহ ভিত্তিক মাসয়ালা- মাসায়েলের সুস্পষ্ট বিবরণ, সর্বোপরি নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থাবলী ও নির্ভরযোগ্য কিতাবাদির জরুরী উদ্ধৃতি। এ কিতাবে আরো রয়েছে- মানুষের ঈমান আক্বীদা ও তার পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং তাদের অভ্যন্তরীন থেকে আন্তর্জাতিক পর্যন্ত সংশ্লিষ্ট সমস্ত বিষয়ে পবিত্র কোরআন ও এর গ্রহণযোগ্য তাফসীরের আলোকে নির্ভুল দিক – নির্দেশনা। মোটকথা, মানুষের ইহ ও পরকালীন সাফল্য অর্জনের ক্ষেত্রে এ মহান গ্রন্থ এক সমুজ্জ্বল আলোকবর্তিকা।
এছাড়াও কিতাবের শেষাংশে সম্পূরক হিসেবে একটি স্বতন্ত্র পরিচ্ছেদ তাকমেলা তথা পরিপূর্ণ ও তাতিম্মা তথা পরিশিষ্ট অধ্যায় সংযোজন করেছেন। এতে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ মাসায়েল সমূহ দলিল সহকারে বর্ননা করেছেন । বর্তমান যে বিষয়গুলির উপর মতানৈক্যের তুফান চলছে , সংক্ষেপ ও সহজ করে সেগুলোর সমাধান দিয়েছেন। তাছাড়াও মহান আল্লাহ তায়ালার পক্ষ হতে হুজুর মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরয়ী ইখতিয়ার প্রদানের বর্ননা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে রিসালতের উপর তাত্ত্বিক আলোচনার মাধ্যমে কিতাবের সমাপ্তি করেন। যা সাধারণত অপরাপর কিতাব সমূহে পরিলক্ষিত হয় না।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সাবেক মূখ্য সচিব – মোহাম্মদ আবদুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জাবির প্রফেসর ডঃ এম এ অদুদ, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডঃ আহসান উল্লাহ আহসান সাঈদ, ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামিক স্কলার ড,হযরতুলহাজ্ব আল্লামা মুফতী মুহাম্মদ কফিল উদ্দিন সরকার সালেহী, আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান , চট্টগ্রাম ছোবহানিয়া কামিল মাদরাসার শাইখুল হাদিস হযরতুলহাজ্ব আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী, চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আলকাদেরী, চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এর মহাসচিব বরেণ্য আলেমেদ্বীন হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ জয়নাল আবেদীন যোবাইর, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, গাজীপুর দারুল ইরফান দরবার শরীফের সাজ্জাদানশীন ড, আল্লামা এ কে এম মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড, শাহ আল্ মারুফ, ঢাকা দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার ফকিহ , হযরতুলহাজ্ব আল্লামা মুফতী মুহাম্মদ ওসমান গনি সালেহী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ ইমদাদ উদ্দিন, চট্টগ্রাম ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আব্দুল অদুদ আলকাদেরী, চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ রফিক উদ্দিন সিদ্দিকী, হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ মাসউদ কাদেরী,চট্টগ্রাম ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসার শাইখুত তাফসির হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ শফিউল আলম নেজামী, তাফসিরে ফাউজুল আজিজ এর অনুবাদক মাওলানা মোহাম্মদ মহিউদ্দীন,ঢাকা তৈয়বীয়া কাদেরীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ, হযরতুলহাজ্ব আল্লামা মুফতী মুহাম্মদ জসিমউদ্দিন আজহারী, চট্টগ্রাম হালিশহর তৈয়বিয়া সুন্নীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট লেখক ও গবেষক হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ বদিউল আলম রেজভী, ঢাকা তৈয়বীয়া কাদেরীয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুফতী আবুল কাসেম মুহাম্মদ ফজলুল হক, চট্টগ্রাম আল্ আমিন বারিয়া মডেল কামিল মাদরাসার উপাধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ আবদুল আজিজ আনোয়ারী, রাউজান দারুল ইসলাম কামিল মাদরাসার উপাধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা কাজী মুহাম্মদ ইউনূস রেজভী, চট্টগ্রাম ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসার শাইখুল হাদিস হযরতুলহাজ্ব আল্লামা আবুল কাসেম মুহাম্মদ ইউসুফ আলকাদেরী, চট্টগ্রাম নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, হযরতুলহাজ্ব আল্লামা ছালেহ আহমদ আনছারী, কুমিল্লা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ, হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ আবদুর রকিব, হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, মাওলানা মোহাম্মদ লোকমান চিশতী,
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন – মাওলানা কাজী মুহাম্মদ শফিউল আজম।
এছাড়াও বরণ্য আলেম-ওলামা, পীর মাশায়েখ, ইসলামি চিন্তাবিদ, বুদ্ধিজীবি, সাংবাবিকগণ উপস্থিত ছিলেন।