বাঙলা প্রতিদিন ডেস্ক : বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলাও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং রেইনবো ফিল্ম সোসাইটি এর সহযোগিতায় আজ ২০ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন জেলায় শুরু হয়েছে ‘সিনে ক্যারাভান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’। ৯টি দেশের মোট ১২টি চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্র উৎসব আয়োজন করা হয়েছে।
২০ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত নারায়ণগঞ্জ, জামালপুর, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, খুলনা, যশোর, দিনাজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা ও সিলেট জেলায় তিন দিনব্যাপী ‘সিনে ক্যারাভান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’ আয়োজিত হবে। প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৭.৩০টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।
২০ ফেব্রুয়ারি সৌদি আরবের সিনেমা ‘টু সিগনোর’ প্রদর্শিত হয়। চলচ্চিত্রটির নির্মাণ করেছেন আইম্যান খোজা। এরপর ইরাকের সিনেমা ‘নোবডি নোজ’ এবং কিরগিজস্তানের সিনেমা ‘ডিল এট দ্য বর্ডার’ প্রদর্শিত হয়।
২১ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় প্রদর্শিত হবে মিশরের সিনেমা ‘ডিপারচার’। এরপর তুরস্কের ‘হোয়েন দ্য ওয়ালনাট লিভস টার্ন ইয়োলো’ ও সিরিয়ার ‘ওয়েনিং’ সিনেমা প্রদর্শত হবে। তারপর প্রদর্শিত হবে আফগানিস্থানের সিনেমা ‘দ্য মোস্ট বিউটিফুল কাবুলি ড্রেস’ এবং তুরস্কের সিনেমা ‘বিয়ন্ড দ্য ওয়েজ’।
২২ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় তিউনিশিয়ার ‘এ মেডিটেরানিয়ান ডে’ সিনেমা প্রদর্শিত হবে। সিনেমাটি নির্মাণ করেছেন ওয়াজদি ঝিমি। এরপর প্রদর্শিত হবে ইরানের চলচ্চিত্র ‘ব্যারিন’ ও ‘মে বি সামহয়ার এলস’। সবশেষে ইরাকের চলচ্চিত্র ‘দ্য লাস্ট পোস্টম্যান’ প্রদর্শিত হবে।
২৬ থেকে ২৮ তারিখ পর্যন্ত বরিশাল ও রাজশাহী জেলায় এই চলচ্চিত্র উৎসব আয়োজন করা হবে। প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৭.৩০টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই উৎসবে চলচ্চিত্র দেখানো হবে।
এখানে উল্লেখ্য যে, নারী পুরুষ তথা সকল শ্রেণীর মানুষের জীবন চলচ্চিত্রে দেখার মধ্য দিয়ে যে জগৎ উন্মোচিত হবে তা আমাদের চিন্তা-ভাবনার জগতে নতুন মাত্রা সংযোজন করবে। আন্তর্জাতিক চলচ্চিত্রের এই ধারার সাথে পরিচিতি বাংলাদেশের অনুরূপ ধারাকে বলিষ্ঠ এবং ইতিবাচক সংস্কৃতি আবহ গড়ে তুলতে সম্ভাবনা তৈরী করবে।
‘সিনে ক্যারাভান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এ প্রদর্শিত চলচ্চিত্রসমূহ সকল দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।