বাঙলা প্রতিদিন ডেস্ক : উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় আজ ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করা হয়েছে।
রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে প্রথম পর্বের কর্মসূচির সূচনা হয়। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশি-সহ উপস্থিত অতিথিবৃন্দকে সাথে নিয়ে রাষ্ট্রদূত দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং মন্ত্রণালয় প্রেরিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ৫২’র ভাষা শহিদ, ৭১’ এর শহিদ বীর মুক্তিযোদ্ধা ও ২৪’ এর গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়।
কর্মসূচির দ্বিতীয় পর্বে বাংলাদেশ দূতাবাস ও তাসখন্দ স্টেট ইউনিভার্সিটি অভ্ ওরিয়েন্টাল স্টাডিজের উদ্যোগে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বহুভাষাভিত্তিক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উজবেকিস্তনে নিযুক্ত কোরিয়া, মিশর, তুর্কমেনিস্তানের রাষ্ট্রদূতসহ উল্লেখযোগ্য সংখ্যক কূটনীতিক, উজবেকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়-সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের রেক্টর, অধ্যাপক, গবেষক ও শিক্ষার্থী মিলিয়ে প্রায় সাত শতাধিক দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. ইসলাম তাঁর বক্তব্যে মহান ভাষা আন্দেলনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য এর ওপর আলোকপাত করেন। বিশ্ব শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধিকে আরো এগিয়ে নিতে তিনি ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে ধারণ, প্রচার, প্রসার ও বিকশিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তাসখন্দ স্টেট ইউনিভার্সিটি অভ্ ওরিয়েন্টাল স্টাডিজের এর রেক্টর প্রফেসর ড. গুলচেহরা রিকসিয়েভা।
উজবেকিস্তানের স্বনামধন্য শিল্পীবৃন্দ ও তাসখন্দ স্টেট ইউনিভার্সিটি অভ্ ওরিয়েন্টাল স্টাডিজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশ, কোরিয়া, জাপান, তুরস্ক, ইরান ও উজবেকিস্তান-সহ বিভিন্ন দেশের দেশাত্মবোধক কবিতা, সংগীত ও নৃত্য পরিবেশিত হয়।