বাঙলা প্রতিদিন ডেস্ক : যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গনে অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন করা হয়। দিবসটি উদযাপনে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। দিবসের প্রথমভাগে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বাণী পাঠ, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত এবং অনুষ্ঠানের দ্বিতীয়ভাগে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা অর্ধনমিত করেন মিশনের কাউন্সেলর ও চার্জ দ্য এ্যাফেয়ার্স (এ.আই.) জনাব মো: মাহমুদুল ইসলাম।
অমর ভাষা সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি’ গানের সাথে অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয়পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়। আলোচনা সভায় বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় মননে মহান ভাষা আন্দোলনর তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা হয়। কীভাবে এইজনপদের মানুষ নিজেদের অস্তিত্ব, কৃষ্টি, সংস্কৃতি ও স্বকীয়তা রক্ষায় বারবার জীবনউৎসর্গ করেছে সে বিষয়ে আলোকপাত করেন বক্তাগণ। উল্লেখ্য, মিশনের কাউন্সেলর ওচার্জ দ্য এ্যাফেয়ার্স (এ.আই.) জনাব মো: মাহমুদুল ইসলাম মুম্বাইয়ের স্থানীয় ও স্বনামধন্যএকটি প্রাথমিক বিদ্যালয় – বি.ডি. সোমানি ইন্টারন্যাশনাল স্কুল-এ বাংলাদেশের মহান ভাষাসংগ্রামের ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সর্বোপরি সারাবিশ্বের সাংস্কৃতিক বৈচিত্র্যউদযাপনে ইউনেস্কো কর্তৃক ১৯৯৯ সালে বাংলাদেশের ভাষা শহিদ দিবসকে ‘আন্তর্জাতিকমাতৃভাষা দিবস’ ঘোষণার প্রেক্ষাপট নিয়ে বিদ্যালয়ের কোমলমতি শিশুদের জন্য একটি সচিত্রউপস্থাপনা প্রদান করেন। উপস্থাপনাটি শেষ হয় শিশুদের নিয়ে ভাষা সংগ্রামের অমর সংগীত‘আমার ভাইয়ের রক্তে রাঙানো…’ গানটি সমবেত কন্ঠে পরিবেশনার মাধ্যমে। বিদ্যালয়েরঅনুষদবৃন্দ ও ছাত্ররা ভাষা ও সংস্কৃতির জন্য বাংলাদেশের এই আত্মত্যাগের চেতনা সম্পর্কেজেনে অভিভূত হয়। প্রভাতী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে মাতৃভাষা আন্দোলনের সকল শহিদদেরআত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে।
দিবসের দ্বিতীয়ভাগে বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গনে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এ আয়োজনে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহনে বাংলাসহ বিভিন্ন ভাষায় দেশাত্মবোধক সংগীত ও কবিতা পরিবেশন করা হয়।
মুম্বাই-এ বসবাসরত প্রবাসী বাংলাদেশীগণও সংগীত ও কবিতা পাঠে অংশগ্রহণ করেন।
আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, উপ-হাইকমিশনের কর্মকর্তা/কর্মচারী ও তাঁদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে বাঙালি ঘরানার নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।