রায়পুরায় সহস্রাধিক ফলন্ত পিয়ারা ও কলা গাছ কেটে নিলো প্রতিপক্ষ, কৃষকের মাথায় হাত
নিজস্ব প্রতিবেদক, নরসিংদী :
নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রায় ১ হাজার ফলন্ত পিয়ারা গাছ, প্রায় ৫শ কলা গাছা ও পেপে গাছ কেটে নিলো প্রতিপক্ষের লোকজন। এতে পিয়ারা বাগানের মালিক (বন্ধকী সূত্রে) নূরুল ইসলামের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে গেছে। ফলজ গাছের সাথে এমন শত্রুতা দেখে সচেতন মহলে বইছে আলোচনা সমালোচনার ঝড়।
উপজেলার অলিপুরা ইউনিয়নের নবুয়ারচর গ্রামে সরজমিনে গিয়ে ঘটনা সত্যতা চোখে পড়ে। সারি সারি ভাবে শত শত তাজা পিয়ারা গাছ জমিতে পড়ে থাকতে দেখা যায়। কলা গাছের উপরের অংশটুকু কেটে নিয়ে যাওয়ায় মাটিতে অঙ্গপতঙ্গবিহীন দাড়িয়ে আছে গাছগুলো। পেপে গাছেরও একই অবস্থা। এসময় পিয়ারা বাগানের মালিক নুরুল ইসলাম ওরেফে নুরু মিয়াকে গাছ আকড়ে ধরে কাঁদতে দেখা যায়। তাজা ফলন্ত এসব হাজারো গাছ যারা কেটেছে তাদের বিচারের দাবী জানান অনেকেই।
জমির মালিক ও দীর্ঘদিন ধরে ভোগদখলকারী মৃত আব্দুল রাজ্জাক মিয়া মেয়ে মোসা. মজিদা বেগম জানান, পৈতৃক ও ক্রয় সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে উক্ত জমি ভোগদখল করে আসছি। আমার দুই ভাই দেশের বাহিরে থাকায় বাড়িতে কোন পুরুষ মানুষ নেই। তাই স্থানীয় নুরুল ইসলাম ওরফে নুরু মিয়ার কাছে জমি বন্ধকী দিলে তিনি নিজ খরচে পিয়ারা, কলাগাছ ও পেপে সহ বিভিন্ন ফলজ চাষাবাদ করে আসছে। এরই মধ্যে একই বাড়ির প্রতিপক্ষ রফিক ভেন্ডার, সেলিম মিয়া, আবু তালেব, মনিরসহ আরো কয়েকজন আমাদের জমিতে দাবীদার হিসেবে আমাদের সাথে শত্রæতা তৈরি করেন। উক্ত ঘটনায় আদালতে মামলা করলে তারা আমাদের উপর আরো ক্ষিপ্ত হয়। এরই জেরে ২৮ ফেব্রæয়ারী শুক্রবার বিকালে আমাদের বদ্ধককৃত জমিতে রফিক ভেন্ডারের নেতৃত্বে শতাধিক লোক এলোপাতারী ভাবে প্রায় এক হাজার পিয়ারা গাছ, প্রায় ৫শ কলা গাছ ও পেপে গাছ কেটে তাদের বাড়ি নিয়ে যান। এসময় বাধা দেওয়ার চেষ্ঠা করলে তারা আমাদেরকে নিজ বসতঘরে বন্ধি করে আটকে রাখেন। পরে সন্ধায় উক্ত ঘটনায় থানায় মামলার জন্য গেলে এই ফাকে বসত ঘরে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র নস্ট করে আলমারীর ভিতর থাকা স্বণংলংকারসহ মালামাল লুটপাট করে।
বাগানের মালিক নুরুল ইসলাম নুরু বলেন, রাজ্জাক মিয়ার ছেলে রাসেলের কাছ থেকে ২ বছর আগে বন্ধকী নিয়েছি। জমি নিয়ে সমস্যা থাকতেই পারে কিন্তু আমার গাছের কি অপরাধ। আমার দশ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার এখন পথে বসার অবস্থা। এব্যাপারে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।
অভিযুক্ত রফিক ভেন্ডারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি গাছ কাটার বিষয়টির সত্যতা শিকার করে বলেন, জমিতে আমার অংশ রয়েছে। তাই গাছগুলো বিক্রি করে দিয়েছি।
এ ব্যাপারে রায়পুরা থানার এস আই মাসুদ পিয়ারা গাছগুলো কাটার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ওসি স্যারের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।