বাঙলা প্রতিদিন ডেস্ক : ইফতারের ঠিক আগ মুহূর্তে সারিবদ্ধভাবে ভ্রামম্যাণ শ্রমজীবী ও সমাজের সুবিধাবঞ্চিতদের দেখা মেলে ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে। এখানে আগত অনেকেরই নেই নিজস্ব কোনো ঠিকানা, তাদের দিনরাত একাকার—একটুখানি খাবারের জন্য তারা বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। তাদের এই কষ্টের অভিজ্ঞতা হয়তো বেশিরভাগ মানুষের কাছে অপরিচিত, কিন্তু এই রমজান মাসে তাদের জন্য সেহরি ও ইফতারের ব্যবস্থা করছে জুম বাংলাদেশ। আর এতে করে সারাদিন রোজা থাকার পর তাদের অন্তরে একটু শান্তি ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে। প্রতিদিন ৫ শতাধিক রোজাদার ব্যক্তির জন্য সেহেরি ও ইফতারের ব্যবস্থা করে সংগঠনটি
এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে জুম বাংলাদেশের একঝাঁক নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবী প্রতিদিন দুপুর থেকে সেহরি পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। তাদের এই ত্যাগ, নিবেদন এবং আন্তরিকতা থেকে যে ভালোবাসা ও সহানুভূতির উন্মোচন ঘটে, তা অসহায় মানুষদের মনকেও ছুঁয়ে যায়।
জুম বাংলাদেশ সেগুনবাগিচায় রান্নার জন্য একটি অস্থায়ী লাইভ কিচেন স্থাপন করেছে, যেখানে যে কেউ চাইলে সরাসরি তাদের কর্মকাণ্ড দেখতে পারবেন এবং সহায়তা করতে পারবেন।
জুম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. শাহীন প্রধান বলেন, ” বিগত ৩ বছর ধরে আমরা এ আয়োজনটি করে যাচ্ছি, আমাদের মেহমান খানায় যে কেউ এসে খাবার গ্রহণ করতে পারে। রোজাদার ব্যাক্তিরা যাতে কষ্ট না পায় সেজন্য সব ধারণের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিদিন ৫০০ মানুষের রান্নার কাজ করতে আমাদের অনেক পরিশ্রম হচ্ছে। তবে এই রমজানে আমরা যেভাবেই হোক, এই কাজ চালিয়ে যেতে চাই। ছিন্নমূল, ভাসমান রোজাদারদের মুখে হাসি ফোটাতে আমাদের সামর্থ্যবান ব্যক্তিদের আরো সহযোগিতা প্রয়োজন।”
কয়েকজন স্বেচ্ছাসেবীর সাথে কথা বলে জানা যায় , “অসহায় ভাসমান রোজাদারদের মধ্যে সেহরি ও ইফতার করাতে আমাদের বেশ ভালো লাগে। আমাদের কষ্ট তখনই সার্থক হয় যখন চোখের সামনে এতগুলো মানুষকে একসঙ্গে সেহরি ও ইফতার করতে দেখি। নিজের হাতে সেহরি ও ইফতার দিতে পেরে এতোটাই তৃপ্তি লাগে যা বলার মতো নয়।”
জুম বাংলাদেশের এই মেহমানখানায় প্রতিদিনি সেহরি করতে আসা বৃদ্ধ জামাল বলেন, প্রথম রমজান থেকে এখানে সেহরি করছি। এবার রমজানে আমাগো লাইগা আল্লাহর রহমত পড়ছে। বাজারে তো সবকিছুর দাম বেশী, কিনে খাওয়ার সামার্থ্য নেই তাই এখানে আসি। জুম বাংলাদেশকে ধন্যবাদ
ইসলামে রোজাদারকে ইফতার করানো অত্যন্ত মহৎ কাজ হিসেবে গণ্য করা হয়েছে। হাদিসে এসেছে, “যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায়, তাকে রোজাদারের সমান সওয়াব দেওয়া হয়, তাতে রোজাদারের সওয়াব কমে না।” (তিরমিজি) এভাবে রোজাদারকে খাওয়ানোর মাধ্যমে সমাজে একে অপরের প্রতি সহানুভূতি এবং ভালোবাসা বাড়ে।
জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন ২০১৬ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশু ও ছিন্নমূল শিশুদের শিক্ষা প্রদানের কাজ করে আসছে। এছাড়া, সংগঠনটি হতদরিদ্র, অসহায় ও বস্তিবাসীদের জীবনমান উন্নয়নেও কাজ করে যাচ্ছে। জুম বাংলাদেশ মূলত সমাজের প্রত্যেক স্তরের মানুষকে সমর্থন দিয়ে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে থাকে। বিভিন্ন সামাজিক কার্যক্রম, বিশেষ করে স্বাস্থ্যসেবা, শিক্ষাসেবা এবং খাদ্য সহায়তা প্রদানেও তারা সক্রিয়।
অসচ্ছল পরিবারগুলোর শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, দরিদ্র ও ছিন্নমূলদের সহায়তা প্রদান এবং বিশেষত রমজান মাসে অসহায় রোজাদারদের পাশে দাঁড়ানোর মাধ্যমে জুম বাংলাদেশ তাদের মানবিক দায়িত্ব পালন করছে। এভাবেই তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে চলেছে, যেখানে সহানুভূতি, ভালোবাসা এবং সহযোগিতা প্রধান মূলমন্ত্র।