বাঙলা প্রতিদিন ডেস্ক : রাইয়ান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, বুড়িমারী স্থল-বন্দর আমদানি এবং রপ্তানিকারক এসোসিয়েশন সভাপতি, এরশাদ হোসেন সাজু ট্রাস্টের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আবু রাইয়ান আশয়ারী (রছি) আজ আনুষ্ঠানিক ভাবে এবি পার্টিতে যোগদান করেন । তিনি লালমনিরহাট জেলার পাটগ্রামের গণমানুষের প্রিয়নেতা, উত্তরবঙ্গে ভূট্টা চাষের অগ্রপথিক ও এবি পার্টির প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্ববায়ক মরহুম এরশাদ হোসেন সাজু’র সুযোগ্য পুত্র । এবি পার্টির রাজনীতিতে যুক্ত হয়ে তিনি বলেন উত্তরবঙ্গে আমার বাবার রাজনৈতিক মত , পথ ও কাজকে যারা ভালোবেসে পাশে ছিলেন সেই জনগণ এখনো আমার বাবার সেই ভালোবাসার শূন্যতা অনুভব করে । আমি সেই শূন্যতার পূরণ করতে না পারলেও বাবার মতোই জনগণের পাশে সবসময় থাকার জন্য রাজনীতিতে যুক্ত হয়েছি। এসময় আবু রাইয়ান আশয়ারী রছিকে ফুল দিয়ে বরণ করে নেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মন্জু এবং সাথে ছিলেন এবি পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা , এবিএম খালিদ হাসান , জলবায়ু ও সমুদ্র সম্পদ বিষয়ক সম্পাদক সারোয়ার আলম (সরওয়ার সাঈদ) , মহানগর উত্তরের যুগ্ম- আহ্ববায়ক ফিরোজ কবির , সহকারী দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু ।