#রাজধানীর পল্টনে নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিলের চেষ্টা, নিরাপত্তার চাঁদরে ঢাকা বায়তুল মোকাররম এলাকা, সংগঠনটির অন্তত ১০ জন সদস্যকে আটক করেছে পুলিশ, পুলিশের ছোড়া টিয়ারগ্যাস লেগে এক সাংবাদিক আহত
বাঙলা প্রতিদিন ডেস্ক : রাজধানীর পল্টনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ । মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয় নগর মোড়ের দিকে এগোতে থাকে নানা স্লোগানে। নানা ব্যানার হাতে দেখা যায় অনেককে।
এ সময় মিছিল থেকে সংগঠনটির অন্তত ১০ জন সদস্যকে আটক করা হয়েছে। এ দিকে পুলিশের ছোড়া টিয়ারগ্যাস লেগে কালবেলার এক সাংবাদিক আহত হয়েছেন। ওই সাংবাদিকের নাম সুশোভন অর্ক। পেশাগত দায়িত্ব পালনের সময়ে পুলিশের ছোড়া টিয়ারগ্যাস তার পেটে লাগে। আহত অবস্থায় অর্ককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আজ শুক্রবার জুমার নামাজ শেষে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহেরীরের ‘মার্চ ফর খিলাফা’ কর্মসূচির মিছিলের ঘোষণা দিয়েছিলো। আর সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ, র্যাব ও সেনা সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে সংগঠনের সদস্যরা বারবার মিছিলের চেষ্টা চালালে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশের অ্যাকশনের পরও সংগঠনের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পুনরায় মিছিল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কড়া অবস্থান নেয়।
সরেজমিন দেখা গেছে, নাইটেঙ্গেল মোড়, পুরানো পল্টন মোড়, দৈনিক বাংলা মোড়, ফকিরাপুল ও গুলিস্থানসহ আশপাশের প্রতি মোড়ে মোড়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিল। পাশাপাশি বাইতুল মোকারম মসজিদের উত্তর গেটে জল কামান, এপিসি ও প্রিজন ভ্যান মোতায়েন করা হয়। এছাড়া পুরো এলাকায় টহল অব্যাহত রাখে সেনাবাহিনীর সদস্যরা।
মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা খিলাফত প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দিতে থাকেন। তবে পুলিশ দ্রুত তাদের ছত্রভঙ্গ করতে সক্রিয় হলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। বর্তমানে পুলিশের কঠোর তল্লাশি চলছে।