বাঙলা প্রতিদিন ডেস্ক : সিরিয়ায় বিদ্রোহীদের সশস্ত্র আক্রমণের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে দেশটির বর্তমান প্রশাসনের নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ৪৮ জন। নিহতদের মধ্যে সরকারি বাহিনীর ১৬ জন রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শুক্রবারও লাতাকিয়া প্রদেশে কারফিউ জারি রয়েছে। গত ডিসেম্বরের বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার সরকারের বাহিনীর ওপর বড় হামলার ঘটনাগুলোর মধ্যে এটি একটি। খবর বিবিসির। উপকূলীয় অঞ্চলটি আলাউইট সম্প্রদায়ের প্রাণকেন্দ্র এবং আসাদ পরিবারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে এখনও সংঘর্ষ অব্যাহত রয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, একটি বৃহৎ সামরিক দল জাবলেহ শহরের দিকে অগ্রহর হচ্ছে। বার্তা সংস্থা এএফপির বরাতে প্রতিবেদনে বলা হয়, ব্যাপক সংঘর্ষের ঘটনায় অন্তত ৪৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৬ জন সরকারপন্থি সামরিক বাহিনীর সদস্য, ২৮ জন আসাদপন্থি সশস্ত্র গোষ্ঠীর সদস্য এবং চারজন বেসামরিক নাগরিক রয়েছেন। এর আগে বৃহস্পতিবার রাতে সিরিয়া ভিত্তিক স্টেপ নিউজ এজেন্সি জানায়, সরকার সমর্থিত বাহিনী প্রায় ৭০ জন আসাদ অনুগত যোদ্ধাকে হত্যা করেছে এবং জাবলেহ ও আশপাশের এলাকা থেকে ২৫ জনেরও বেশি যোদ্ধাকে আটক করেছে।
প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন মাধ্যমে নিহতের ভিন্ন ভিন্ন সংখ্যা পাওয়া গেলেও এই তথ্য যাচাই করতে পারেনি বিবিসি। অন্যদিকে আলাউইট সম্প্রদায়ের লোকেরা জানান, আসাদের পতনের পর থেকে তাদের সম্প্রদায় সহিংসতা ও হামলার শিকার হচ্ছে, বিশেষ করে হোমস ও লাতাকিয়ার প্রত্যন্ত এলাকায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন ভিডিওতে হোমসের আবাসিক এলাকায় ভারী বন্দুকযুদ্ধের শব্দ শোনা যায়। যদিও ভিডিওগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এই অঞ্চল দেশটির অন্তর্বর্তী নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার জন্য একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে উঠেছে। হামলার ঘটনার পর এই অঞ্চলের আসাদপন্থি বাসিন্দাদের জন্য হুঁশিয়ারি দিয়েছে সরকার। বৃহস্পতিবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল হাসান আবদুল ঘানি গণমাধ্যমে বলেন, ‘হাজার হাজার যোদ্ধা তাদের অস্ত্র সমর্পণ করে পরিবারে ফিরে গিয়েছে। কিন্তু কিছু লোক এখনও হত্যাকারী ও অপরাধীদের রক্ষা করতে মরিয়া। অস্ত্র ত্যাগ করুন অথবা অনিবার্য পরিণতির জন্য প্রস্তুত থাকুন।’