নারী নির্যাতন বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
বাঙলা প্রতিদিন ডেস্ক : আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে ‘‘কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন, কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন সংক্রান্ত হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন এবং আইএলও কনভেনশন ১৯০ অনুসমর্থনের দাবীতে জেন্ডার প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত মানববন্ধন আজ ৮ মার্চ, ২০২৫ সকাল ১০.৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাব, ঢাকা-এর সামনে অনুষ্ঠিত হয়। এতে জেন্ডার প্ল্যাটফর্ম বাংলাদেশ এর সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) সানজিদা আক্তার, আওয়াজ ফাউন্ডেশন এর সভাপতি মমতাজ বেগম, বিলস পরিচালক নাজমা ইয়াসমীন, ফেয়ার ওয়্যার ফাউন্ডেশন কাণ্ট্রি রিপ্রেজেন্টেটিভ বাবলুর রহমান, সবুজের অভিযান ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মাহমুদা বেগম, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নিগার সুলতানা৷ মানববন্ধন সঞ্চালনা করেন আওয়াজ ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক নাজমা আক্তার৷৷ এছাড়া জেন্ডার ফ্লাটফর্ম এর অন্তভুক্ত সংগঠনের প্রতিনিধিসহ এলাকা থেকে আগত শ্রমিক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
বক্তারা তাদের বক্তব্যে বলেন ধর্ষনের বিরুদ্ধে সোচ্চার, নারী নির্যাতনের বিরুদ্ধে জনমত গড়ে তোলা, বিচারের আওতায় আনা, হত্যা-গুম এর বিরুদ্ধে আজয়াজ তুলতে হবে। এ ছাড়া নারী নির্যাতন বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। নারীর কর্মের মজুরি বৈষম্য, সম-অধিকার প্রতিষ্ঠা করা, আইএলও কনভেনশন ১৯০ /১৮৯ অনুসমর্থন এবং সর্বক্ষেত্রে মাতৃত্বকাকীন ছুটি ৬ মাস করারও জোর দাবী জানান তারা। মানববন্ধনের পর একটি র্যালি প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে।