বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য প্রফেসর ড. এ বি এম
ওবায়দুল ইসলাম এর নাম ও ছবি ব্যবহার করে প্রতারণামূলক কার্যকলাপে লিপ্ত
থাকার বিষয়ে এক অজ্ঞাত ব্যাক্তির নামে অভিযোগ করা হয়েছে।
প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম জানান, এক অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর নাম ও ছবি ব্যবহার করে +8801876-122135 মোবাইল নাম্বার দিয়ে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
খুলেছে। এ হোয়াটসঅ্যাপ আইডির মাধ্যমে ওই প্রতারক তাঁর পরিচিত লোকজনের
নিকট উপাচার্যের পরিচয় দিয়ে আর্থিক সমস্যার কথা জানিয়ে টাকা চাচ্ছে । বিষয়টি
নিয়ে গাছা থানা, জিএমপি গাজীপুর এ ৩১ মার্চ ২০২৫ তারিখে একটি সাধারণ ডায়েরি
করা হয়েছে (জিডি নং ১৬৬৭) ।
উপাচার্য বলেন, তিনি বিষয়টি জানতে পেরে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করে সফল হননি। তিনি আরও জানান যে, প্রতারক তাঁর নাম ও ছবি ব্যবহারের মাধ্যমে মিথ্যা অপবাদ কিংবা অনৈতিক লেনদেনসহ আইন বিরোধী কার্যকলাপ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিতে পারে, যা তাঁর ও তাঁর পরিবারের সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করতে পারে।
এমনকি তাঁর জানমালের ক্ষতিসাধন করতে পারে বলেও উপাচার্য আশঙ্কা প্রকাশ করেন।
তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) লিপিবদ্ধ করার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন। এছাড়াও বিষয়টি সতর্কবার্তা হিসেবে বাউবির ওয়েব পেজ এ প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে।