বাঙলা প্রতিদিন ডেস্ক : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ জুলাই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় ১৬ বছরের কিশোর ঢাকায় গেন্ডারিয়ায় শহীদ শাহরিয়ার খান অনাসের বাসায় তার বাবা-মায়ের সাথে দেখা করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বুধবার (২ এপ্রিল) উপদেষ্টা তাদের খোঁজখবর নেন এবং তার ছোট ছোট দুই ভাইকে মাথায় হাত বুলিয়ে আদর করে দেন। উপদেষ্টা শহীদ আনাসের বাবা-মায়ের সাথে কথা বলার সময় আনাসের বাবা-মা আনাসের আন্দোলনে যাওয়ার কথা ব্যক্ত করেন এবং বলতে বলতে ভারাক্রান্ত হয়ে পড়েন। অনাসের লেখনি তার মায়ের পাশে রেখে ঘর থেকে বের হয়ে যায় তখনও তাকে দমিয়ে রাখা যায়নি বলে উল্লেখ করেন তারা।
উপদেষ্টা তাদেরকে সান্ত্বনা দেন এবং বলেন, জুলাই- আগস্টে ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে এ সরকার তাদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাদেরকে আমরা মুক্তিযোদ্ধাদের মত সম্মানিত করবো এবং তাদের কবরস্থান পাকা করার ব্যবস্থা করা হবে।
শহীদ আনাসের পরিবারকে সাহায্য সহযোগিতা দিয়ে সম্মানিত করায় তার বাবা- মা এ অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান।