বাঙলা প্রতিদিন ডেস্ক : সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য সাংবাদিক মাহমুদ হাসানকে বুধবার বেলা সাড়ে ১০ টায় তার কুষ্টিয়া শহরের জুগিয়ার বাড়ি থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর তাকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়।
সাংবাদিক নেতা মাহমুদ হাসানের বিরুদ্ধে কুষ্টিয়ায় ২০১৮ সালে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলার ঘটনায় ২০২৪ সালের মামলায় গ্রেফতার করা হয় বলে জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে সাংবাদিক মাহমুদ হাসানের গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, খুলনা সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন, নারায়নগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, বগুড়া সাংবাদিক ইউনিয়ন, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন, যশোর সাংবাদিক ইউনিয়ন, বরিশাল সাংবাদিক ইউনিয়ন, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন, ব্রাম্মনবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্ট দেশে পট পরিবর্তনের পর কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিকদের বিভাজন ও পেশাগত দ্বন্দের কারনে এই মামলায় অন্যান্য আসামীদের সাথে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাংবাদিক নেতৃবৃন্দের নাম সম্পৃক্ত করা হয়েছে। অথচ কুষ্টিয়া মডেল থানা চত্বরে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান তার উপর হামলাকারীদের নাম উল্লেখ করেছেন যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। সেখানে তার উপর কোন সাংবাদিক হামলা চালিয়েছে এমন কোন অভিযোগ করেননি।
গ্রেপ্তারকৃত সাংবাদিক মাহমুদ হাসান কুষ্টিয়া পৌর সভার ১৪ নং ওয়ার্ড যুগিয়া সবজি ফার্ম পাড়ার বাসিন্দা মামুনর রশিদের ছেলে এবং দৈনিক আরশীনগর পত্রিকার নির্বাহী সম্পাদক, দৈনিক নওরোজ ও দৈনিক সংবাদ সারাবেলায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ জুলাই আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত জামিল হোসেন বাচ্চুর ছেলে ইয়াসির আরাফাত তুষারের দায়ের করা একটি মানহানি মামলার বিবাদী হিসেবে কুষ্টিয়ার আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় হাজির শেষে বিকাল সাড়ে ৪টার দিকে আদালত চত্বরে আমার দেশ সম্পাদক হামলার শিকার হন।
এ ঘটনার ছয় বছর পর গত বছর ১০ অক্টোবর সম্পাদক মাহমুদুর রহমান বাদী হয়ে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, কুষ্টিয়ার পুলিশ সুপার মেহেদী হাসান ও কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিনসহ ৪৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০/৩০ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা চেষ্টার এজাহার দায়ের করেন।