দেশের বাইরে ডেস্ক: বিভিন্ন দেশের পণ্য আমদানির ওপর ব্যাপক হারে মার্কিন শুল্কের বিরুদ্ধে লড়াইয়ে চীনের ‘হাত মেলানোর’ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে অস্ট্রেলিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) অস্ট্রেলিয়া মার্কিন শুল্ক মোকাবেলায় বেইজিংয়ের একসাথে কাজ করার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, তারা তাদের বাণিজ্যকে বৈচিত্র্যময় করে তুলবে এবং বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীনের ওপর নির্ভরতা কমিয়ে আনবে।
অস্ট্রেলিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াও কিয়ান যুক্তি দিয়ে বলেছিলেন যে, যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী এবং ধমক দেওয়ার আচরণ বন্ধ করার জন্য যৌথ প্রতিরোধই একমাত্র উপায়। বৃহস্পতিবার এক মতামত লেখায় এ ব্যাপারে ক্যানবেরার সহযোগিতার চান তিনি।
তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, অস্ট্রেলিয়ানরা কেবলমাত্র ‘নিজের পক্ষে কথা বলবে’।
অন্যদিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেছেন, অস্ট্রেলিয়া জাতি কখনও ‘চীনের হাত ধরে থাকবে না’।
তিনি বলেন, “এটি অস্ট্রেলিয়ার জাতীয় স্বার্থ অনুসরণের বিষয়, চীনের সাথে সাধারণ যোগাযোগ করার বিষয় নয়।