আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে জড়িত পলাশ ও কথিত স্ত্রী তৃষা
বাঙলা প্রতিদিন প্রতিবেদক : অজ্ঞাত যুবকের কার্টনে ভর্তি ৯ খন্ড লাশের হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় আসামী রোকুজ্জামান পলাশ ও তার কথিত স্ত্রী সুমাইয়া আক্তার তৃষা গ্রেফতারের পর আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
এ ঘটনায় আজ শনিবার ( ১২ এপ্রিল) উত্তরাস্থ ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওই মামলার তদারকি অফিসার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা বলেন, সাভার মডেল থানার মামলা নং- ১৬, তাং- ০৬ এপ্রিল ২০২৫ ইং, ধারা- ৩৬৪/৩০২/২০১/৩৪ পেনাল কোড । বাদীর নাম : মোঃ ইউসুফ আলী (৬০), পিতা- মৃত হাজী আব্দুল জলিল মোল্লা, মাতা- মৃত আবেদা খাতুন, সাং- মাদবর হাউজিং, যাদুর চর, হেমায়েতপুর, ডাকঘর- হেয়ায়েতপুর, থানা- সাভার, জেলা- ঢাকা। মোবাইল নম্বর- ০১৯১৭-৩৫৬৬৫১। ভিকটিমের পরিচয়, মোঃ সাজ্জাদ ইসলাম @ সবুজ (২৬), পিতার নাম : মোঃ ইউসুফ আলী, মাতার নাম : শাহনাজ, সাং- মাদবর হাউজিং, যাদুর চর, হেমায়েতপুর, ডাকঘর- হেয়ায়েতপুর, থানা- সাভার, জেলা- ঢাকা।

এজাহারের সারাংশ উল্লেখ করে পুলিশ সুপার আরো বলেন, ভিকটিম মোঃ সাজ্জাদ ইসলাম সবুজ (২৬), পিতার নাম ঃ মোঃ ইউসুফ আলী, মাতার নাম : শাহনাজ, সাং- মাদবর হাউজিং, হেমায়েতপুর, ডাকঘর- হেয়ায়েতপুর, থানা- সাভার, জেলা- ঢাকা। পেশায় একজন বেসরকারি চাকুরী জীবি। বাদীর ছেলে ভিকটিম গত ৩ এপ্রিল আনুমানিক সকাল সোয়া ৬ টার দিকে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হন। বাদী সকাল ৯ ঘটিকার সময় ভিকটিম এর ব্যবহৃত মোবাইল নং- ০১৭৭৫-৪৩০৮৯১ এ ফোন করলে বন্ধ পান। ভিকটিমের পরিবার ও আত্মীয়স্বজন বিভিন্ন স্থানে সন্ধান করে ভিকটিমেকে না পাওয়ায় গত ৩ এপ্রিল সাভার মডেল থানায় একটি নিখোজ জিডি করেন যাহার জিডি নং-১৫২। পর দিন ৩ এপ্রিল ভিকটিমের পরিবার ও আত্মীয় স্বজন জানতে পারেন যে, কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের মালঞ্চ হাসপাতালের পার্শ্বে দুইটি কার্টুনে অজ্ঞাতনামা ভিকটিমের দেহের খন্ডির অংশ উদ্ধার হয়েছে।
পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা আরো বলেন, পরবর্তীতে আরো জানতে পারেন যে, মুন্সিগঞ্জ জেলার পদ্মা সেতু(উত্তর) ধানাধীন মেদিনী মন্ডল ইউনিয়নের প্রত্যান্ত এলাকায় একই ধরনের কার্টুনে পলিথিন ও স্কচটেপ মোড়ানো অজ্ঞাতনামা ভিকটিমের মাথা ও শীরের আরো কিছু খন্ডিত অংশ পাওয়া যায়। মুন্সিগঞ্জ জেলার পদ্মা সেতু (উত্তর) ও ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ খন্ডিত লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ লাশ পোস্ট মর্টেম করার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করে। ভিকটিমের পরিবার মুন্সিগঞ্জে প্রাপ্ত ভিকটিমের মুখমন্ডলের ছবি এবং কেরানীগঞ্জে প্রাপ্ত হাত ও পায়ের খন্ডিত অংশ দেখে ভিকটিমকে সনাক্ত করেন।
পুলিশ সুপার বলেন, ঘটনার সংবাদ প্রাপ্তির পর জেলা পুলিশের পাশাপাশি সিআইডি, র্যাব এবং পিবিআই ঢাকা জেলা ঘটনার রহস্য উদ্ঘাটনে ও ভিকটিমের পরিচয় সনাক্তে কার্যক্রম শুরু করে। পিবিআই ক্রাইমসিন টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভিকটিমের পরিচয় সনাক্ত করে। ঘটনার দুইদিন পর গত ইং ০৬/০৪/২০২৫ তারিখ ভিকটিমের পিতা মোঃ ইউসুফ আলী বাদী হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলার রুজু করেন ।
পিবিআই তদন্ত নিয়ে তিনি বলেন, পিবিআই ক্রাইমসিন টিম অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত করার পর ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করেন। মামলাটি পিবিআই ঢাকা জেলা ছায়া তদন্ত শুরু করেন এবং আসামী সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখেন। পিবিআই ঢাকা জেলা মামলাটি স্ব-উদ্যোগে অধিগ্রহন করে তদন্ত কার্যক্রম অব্যাহত রাখেন। পিবিআই ঢাকা জেলার তদন্ত টিম একপর্যায়ে হত্যাকান্ডে রহস্য এবং হত্যাকান্ডে জড়িত অভিযুক্তদের সনাক্ত করতে সক্ষম হয়।
মোঃ কুদরত-ই-খুদা আরো বলেন, মূল অভিযুক্তদের মধ্যে সুমাইয়া আক্তার তৃষা(২৬) নারী যিনি মোহাম্মদপুর তার পিতা-মাতার সাথে বসবাস করতেন। তিনি ঘটনার পরে পালিয়ে ফেনী জেলার নিজ গ্রামে চলে যান এবং অপর মূল অভিযুক্ত রোকুজ্জামান পলাশ(২৬) চুয়াডাঙ্গা জেলার নিজ গ্রামে পার্শ্বে তার খালু জনৈক মোঃ নজরুল ইসলাম এর বাড়ীতে আত্মগোপন করেন। তদন্তে আরো প্রকাশিত হয় যে, রোকুজ্জামান পলাশ ও তার কথিত স্ত্রী সুমাইয়া আক্তার তৃষাকে জীবননগর থানাধীন সীমান্ত বর্তী এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সমস্ত পরিকল্পনা সম্পন্ন করেন । এই পরিকল্পনার অংশ হিসাবে ইং ৮/০৪/২০২৫ তারিখ রোকুজ্জামান পলাশ তার স্ত্রী সুমাইয়া আক্তার তৃষাকে চুয়াডাঙ্গা জীবন নগর বাস যোগে আসার পরামর্শ দেন। আমরা সুমাইয়া আক্তারের উপর আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখি ।
পিবিআই ঢাকা জেলা তদন্ত টিম নিশ্চিত হয় উল্লেখ করে পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা আরো বলেন, গত ৮/০৪/২০২৫ তারিখ সুমাইয়া আক্তার তৃষা ফেনী হতে দুপুর ১২ ঘটিকায় ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। আমাদের দুইজন পুলিশ অফিসার পূর্ব হতে ঢাকা গাবতলী বাসকাউন্টারে অবস্থান করছিল। সুমাইয়া আক্তার গাবতলী কাউন্টারে নামার পরে পিবিআই পুলিশ অফিসার সুমাইয়া আক্তারকে সনাক্ত করতে সক্ষম হয়। সুমাইয়া আক্তার তার এক আত্মীয়কে নিয়ে মাজার রোড সংলগ্ন বাস কাউন্টারে জীবন নগরের উদ্দেশ্যে পূর্বাশা বাসের টিকিট কেটে উঠে বসেন। পিবিআই ঢাকা জেলার অফিসার একই বাসে যাত্রী বেসে টিকিট কেটে উক্ত বাসে চড়ে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা করেন এবং সুমাইয়া আক্তারের প্রতি নজর রাখেন। পূর্ব হতে পিবিআই ঢাকা জেলার একটি অভিযানিক টিম চুয়াডাঙ্গা জেলায় অবস্থান করছিল।
রাত আনুমানিক ১ টার সময় ঢাকা থেকে জীবননগর গামী (সুমাইয়াকে বহনকারী) বাস চুয়াডাঙ্গার কাছাকাছি আসলে পিবিআই টিম জীবননগর বাসষ্ট্যান্ডে পৌঁছে গোপনে অবস্থান করেন। সুমাইয়া আক্তার জীবননগর বাসষ্ট্যান্ডে নামার পর মূল অভিযুক্ত এর ভাই শুভ ও পিতা আকবর আলী রিসিভ করলে সঙ্গে সঙ্গে পিবিআই টিম তাদের নিজ হেফাজতে নেয়। তাদের দেওয়া তথ্য দেখানো মতে মূল অভিযুক্ত রোকুজ্জামান পলাশকে তার খালুর বাড়ী হতে গভীর রাতে সময় গ্রেফতার করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করার পর হেফাজতে থাকা তার ছোট ভাই শুভ ও পিতা আকবরদ্বয়কে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় ।
পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা আরো বলেন, অভিযুক্তদ্বয়কে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে বিস্তারিত বর্ণনা দেয় এবং তাদেরকে নিয়ে পিবিআই ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। ০৯/০৪/২০২৫ তারিখে অভিযুক্তদ্বয়ের দেখানো মতে ঘটনাস্থলে গিয়ে তল্লাশী করে ভিকটিমের ব্যবহৃত আইফোন, ঘটনার ব্যবহৃত ছুরি,একটি কার্টুন ও লাশ গোপনে ব্যবহৃত গাড়ী উদ্ধার করা হয়। অতঃপর তাদেরকে পিবিআই ঢাকা জেলা অফিসে হাজির করা হয় এবং নিবিরভাবে জিজ্ঞাসাবাদ করে হত্যাকান্ডে মোটিভসহ হত্যাকান্ডে বিবরণ এবং লাশ গুম করা বিস্তারিত ঘটনার বর্ণনা করে । পরের দিন ১০/০৪/২০২৫ তারিখে অভিযুক্ত রোকুজ্জামান পলাশ এবং তার কথিত স্ত্রী সুমাইয়া আক্তার তৃষাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এছাড়াও প্রত্যক্ষদর্শী সাক্ষী ভ্যানচালক কামরুল বিজ্ঞ আদালতে সাক্ষী হিসেবে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে । মূলত ফেইসবুকে ফেইক আইডিতে ভিকটিম সাজ্জাদ ইসলাম সবুজ ও অভিযুক্ত সুমাইয়া আক্তার তৃষার মধ্যে অশ্লীল ও নগ্ন ছবি আদান প্রদানকে কেন্দ্র করে হত্যাকান্ডটি সংঘটিত হয়।
এ মামলায় তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ জামাল উদ্দীন। আর তদন্ত তদারকি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা ।