বাঙলা প্রতিদিন ডেস্ক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
ভিকটিম নারগিস (২৪) ও তার স্বামী মোঃ আব্দুল জাহির (৩৫) গত ৭/৮ মাস যাবৎ একসাথে জিএমপি, গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় বসবাস করে আসছে। সংসার জীবনে ভিকটিম ও তার স্বামী প্রায় টাকা-পয়সা নিয়ে ঝগড়া করতো এবং স্বামী জাহির ভিকটিমকে মাঝে মাঝে মারধরও করতো বলে জানা যায়।
গত ইং ২০/০২/২০২৫ তারিখ ভিকটিমের পিতা মোঃ সামসুদ্দিন বিকাল ০৫০০ ঘটিকার সময় স্থানীয় মেমবার মারফত জানতে পারেন যে, তার মেয়ে ভিকটিম নারগিস মারা গিয়েছে। ভিকটিমের পিতা ভিকটিমের স্বামী জাহির এর সাথে মোবাইল ফোনে যোগযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ পায় এবং ভিকটিমের পিতা কোনভাবে যোগযোগ করতে না পেয়ে ঘটনাস্থলে চলে আসেন।
ঘটনাস্থলে এসে দেখতে পান মেয়ে ভিকটিম নারগিস মৃত অবস্থায় পরে আছে। তার অনুমান গত ১৬/০২/২০২৫ তারিখ হতে ২০/০২/২০২৫ তারিখ এর মধ্যবর্তী সময়ে ভিকটিম নারগিস’কে স্বামী জাহির পরিকল্পিতভাবে হত্যা করে লাশ বসত ঘরে রেখে পালিয়ে গেছে।
উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-৩০ তারিখঃ-২১/০২/২০২৫ খ্রিঃ ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। ঘটনাটি সামাজিক যোগযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
এ ঘটনার প্রেক্ষিতে র্যাব-১ আসামী গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ঘাতক স্বামী জাহিরকে গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১, উত্তরা, ঢাকা এবং র্যাব-৯ এর সহায়তায় যানতে পারে যে, ঘাতক স্বামী মোঃ আব্দুল জাহির (৩৫) সুনামগঞ্জ জেলার ছাতক এলাকায় আত্মগোপনে আছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১, উত্তরা, ঢাকা এবং র্যাব-৯ বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামী মোঃ আব্দুল জাহির (৩৫), পিতা-ফারুক, সাং-পশ্চিম রোকনপুর, থানা-ওসমানি নগর, জেলা-সিলেট’কে ইং ১১/০৪/২০২৫ তারিখ সকাল ০৫৩০ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার ছাতক থানা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামীর কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যানা যায় যে, ঝগড়ার এক পযায়ে স্বামী জাহির ভিকটিমের মাথায় ঘুষি মারে এবং শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।