মাঠে মাঠে ডেস্ক: আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের আজকের ম্যাচে নেই দুর্দান্ত ফর্মে থাকা মিচেল মার্শ। আরও কয়েক ম্যাচ তাকে পাবে না লক্ষ্ণৌ। মূলত মেয়ে অসুস্থ হয়ে পড়ায় আইপিএল ছেড়েছেন তিনি।
এবার স্টার্কের সরে দাঁড়ানোয় ১৫ সদস্যের স্কোয়াডে বড় পরিবর্তন আনতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। পাকিস্তানে মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসিদের নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।
স্টার্ক, কামিন্স ও হ্যাজেলউড অস্ট্রেলিয়া পেস ইউনিটের শক্তিশালী স্তম্ভ। পাশাপাশি মার্শ ও স্টয়নিস (অবসর) পেস বোলিং অলরাউন্ডার। এই চার তারকার না থাকার অর্থ হলো- ফ্রন্টলাইন পেস আক্রমণ ছাড়াই টুর্নামেন্টে অংশ নেবে অস্ট্রেলিয়া।
স্টার্কের সরে যাওয়া নিয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘আমরা মিচের (স্টার্ক) সিদ্ধান্তকে সম্মান করি। আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রতিশ্রুতি এবং অস্ট্রেলিয়ার হয়ে পারফর্ম করার যে অগ্রাধিকার তিনি দেন, সেটি অত্যন্ত প্রশংসনীয়। চোট ও প্রতিকূলতা সহ্য করে খেলেছেন এবং ক্যারিয়ারের অন্যান্য সুযোগ ছাড় দিয়ে দেশকে প্রাধান্য দিয়েছেন। তার অনুপস্থিতি অবশ্যই বড় ধাক্কা। তবে এটি অন্য কারো জন্য নিজেকে প্রমাণের সুযোগ তৈরি করবে।’
অস্ট্রেলিয়ার স্কোয়াডে নতুন করে যুক্ত হয়েছেন শন অ্যাবট, বেন ওয়ারশুইস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্পেন্সার জনসন ও তানভীর সাংগা। কুপার কনোলি ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকবেন।
ফ্রেজার-ম্যাকগার্ক এখন পর্যন্ত পাঁচ ওয়ানডেতে ১৭.৪০ গড়ে ব্যাট করেছেন। কিন্তু বিগ ব্যাশ লিগে ৪৬ বলে ৯৫ রান করেছিলেন। মার্শের জায়গায় বিকল্প টপ-অর্ডার বিবেচিত হচ্ছেন তিনি। বাঁহাতি পেসার জনসন স্টার্কের পরিবর্তে দলে আসলেও তার দুই ওয়ানডেতে কোনো উইকেট নেই। এছাড়া লেগস্পিনার সাংগা শ্রীলঙ্কায় টেস্ট দলের ডেভেলপমেন্ট প্লেয়ার হিসেবে ছিলেন। অ্যাডাম জাম্পার সঙ্গে স্পিন বিভাগে যুক্ত হয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড:
স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারে, বেন ওয়ারশুইস, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাংগা, ম্যাথিউ শর্ট, অ্যাডাম জাম্পা।