আগামিকাল মানিকমিয়া এভিনিউতে থাকছে ড্রোন শো ও কনসার্ট
বাঙলা প্রতিদিন ডেস্ক : উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে আজ অনুষ্ঠিত হলো চৈত্র সংক্রান্তি উৎসব।বিপুল জনস্রোতে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যানে পরিবেশিত হলো ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চৈত্র সংক্রান্তি উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ ১৩ এপ্রিল ২০২৫, রবিবার বিকেল ৩:৪৫ টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় ‘ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: মফিদুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন (উপসচিব)। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন সকলকে চৈত্র সংক্রান্তি ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলাদেশে এই প্রথমবারের মতো দেশসেরা সকল ব্যান্ড শিল্পী এবং অন্যান্য জাতিগোষ্ঠীর শিল্পীদের নিয়ে ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে”।
ঢাক-ঢোল বাদ্য পরিবেশনার মাধ্যমে চৈত্র সংক্রান্তি অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর বাংলার গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিখেলা প্রদর্শন করেন শিল্পীরা। ত্রিপুরা জাতিগোষ্ঠীর ব্যান্ড ‘ইমাং’ ও খাসিয়া জাতিগোষ্ঠীর ব্যান্ড ‘ইউনিটি’ তাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও ভাষায় সংগীত পরিবেশন করেন। পরিবেশনা নিয়ে মঞ্চে আসে জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’, তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। বান্দরবান থেকে ‘বেসিক গিটার লার্নিং স্কুল’-এর শিল্পীরা ও মারমা জাতিগোষ্ঠীর ব্যান্ড ‘চিম্বুক’ তাদের জাতিগোষ্ঠীর ভাষায় সংগীত পরিবেশন করে। সন্ধ্যায় জনপ্রিয় গান নিয়ে মঞ্চে আসে ব্যান্ড ‘এভোয়েড রাফা’। এরপর গারো জাতিগোষ্ঠীর ব্যান্ড ‘এফ মাইনর’ ও ‘দি রাবুগা’ তাদের পরিবেশনা উপস্থাপন করেন। ব্যান্ড ‘ভাইকিংস’ ও ব্যান্ড ‘লালন’ দর্শকপ্রিয় গানগুলো পরিবেশন করেন। আবারো চাকমা জাতিগোষ্ঠীর ব্যান্ড ‘ইনভোকেশন’ তাদের কয়েকটি গান পরিবেশন করেন। ব্যান্ডদল ‘ফিডব্যাক’, ‘আর্টসেল’ ও ব্যান্ডদল ‘ওয়ারফেজ’ তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখে। সবশেষে ‘ওয়ারফেজ’ এর নেতৃত্বে সমবেত সংগীত ‘Heal the world’ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।