থাকবে না আন্ত:নগরের সাপ্তাহিক বিরতি
বাঙলা প্রতিদিন প্রতিবেদক :
আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে বাড়তি পাঁচ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ। এসময় নিয়মিত আন্ত:নগর ট্রেনসমূহ চলবে আগের মতোই, তবে এসব ট্রেনের সাপ্তাহিক কোন বিরতি থাকবে না। এছাড়া কুরবানীর পশু পরিবহনের জন্য চলবে আরো তিনটি বিশেষ (ক্যাটেল স্পেশাল) ট্রেন । অতিরিক্ত পাঁচ জোড়া বিশেষ ট্রেন নিম্নলিখিত শিডিউল অনুযায়ী বিভিন্ন রুটে চলাচল করবে।
সোমবার ( ১২ মে) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এতথ্য জানিয়েছেন।
যাত্রীবাহী স্পেশাল ট্রেনগুলো হচ্ছে;
চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও চাঁদপুর ঈদ স্পেশাল-২ চলবে (চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম) ঈদের পূর্বে ৪ জুন হতে ৬ পর্যন্ত এবং ঈদের পরে ৯ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চলাচল করবে।
২ তিস্তা স্পেশাল-৩ ও তিস্তা স্পেশাল-৪ চলবে (ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা) ঈদের পূর্বে ৪ জুন হতে ৬ পর্যন্ত এবং ঈদের পরে ৯ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চলাচল করবে।
ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ও শোলাকিয়া ঈদ স্পেশাল-৬ ট্রেন দুটি। এছাড়া ওইদিন অথাৎ শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ এবং শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ ট্রেন দুটি।
এদিকে, ঈদের পূর্বে ৪ জুন হতে ৬ পর্যন্ত এবং ঈদের পরে ৯ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চলাচল করবে জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে
পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ এবং পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ ট্রেন দুটি।
অন্যদিকে, ঈদের পরে পার্বতীপুর স্পেশাল-৯ জয়দেবপুর থেকে ছাড়বে সকাল ৮:১৫ ঘটিকায় পার্বতীপুর পৌঁছাবে দুপুর ১৪:৫০ ঘটিকায়। স্পেশাল-১০ পার্বতীপুর থেকে ছাড়বে রাত ১০:২০ ঘটিকায় জয়দেবপুর পৌঁছাবে পরদিন বিকাল ৫:৪৫ ঘটিকায়।
ক্যাটেল স্পেশালঃ
(০২/০৬/২০২৫)-ক্যাটেল স্পেশাল-১ (লোড ২৬/৫২ -ব্রেকভ্যানসহ) দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা ছাড়বে বিকাল ১৭ টা আর ঢাকায় পৌাঁছাবে পরদিন সন্ধ্যা ৬:৩০ ঘটিকায়।
(০২/০৬/২০২৫) -ক্যাটেল স্পেশাল-২ (লোড ২৬/৫২ -ব্রেকভ্যানসহ) ইসলামপুর বাজার-ঢাকা ছাড়বে ১৫:৪০ ঘটিকা আর ঢাকায় পৌাঁছাবে পরদিন ০১:৫০ ঘটিকায়।
(০৩/০৬/২০২৫) ক্যাটেল স্পেশাল-১ (লোড ২৬/৫২ -ব্রেকভ্যানসহ)দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা ছাড়বে ১৭:০০ ঘটিকা আর ঢাকায় পৌাঁছাবে পরদিন ৬:৩০ ঘটিকায়।
২১ মে হতে বিশেষ ব্যবস্থাপনায় আন্ত:নগর ট্রেনের ঈদ অগ্রীম ও ফেরত টিকেট বিক্রি শুরু হবে।
যাত্রী সাধারণের টিকেট ক্রয় সহজলভ্য করার লক্ষ্যে পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্ত:নগর ট্রেনের টিকেট সকাল ৮:০০ ঘটিকা হতে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্ত:নগর ট্রেনের টিকেট দুপুর ১৪:০০ ঘটিকা হতে ইস্যু করা হবে।
ঈদ অগ্রীম টিকেট বিক্রির সূচি :
২১ মে প্রথম দিনে বিক্রি হবে ৩১ মের টিকিট, ২২ মে বিক্রি হবে ১ জুনের টিকিট, ২৩ মে বিক্রি হবে ২ জুনের টিকিট, ২৪ মে বিক্রি হবে ৩ জুনের টিকিট, ২৫ মে বিক্রি হবে ৪ জুনের টিকিট, ২৬ মে বিক্রি হবে ৫ জুনের টিকিট, ২৭ মে বিক্রি হবে ৬ জুনের টিকিট।
ঈদ অগ্রীম ফেরত টিকেট বিক্রির সূচি :
৩০ মে বিক্রি হবে ৯ জুনের টিকিট, ৩১ মে বিক্রি হবে ১০ জুনের টিকিট, ১ জুন বিক্রি হবে ১১ জুনের টিকিট, ২ জুন বিক্রি হবে ১২ জুনের টিকিট, ৩ জুন বিক্রি হবে ১৩ জুনের টিকিট, ৪ জুন বিক্রি হবে ১৪ জুনের টিকিট, ৫ জুন বিক্রি হবে ১৫ জুনের টিকিট।
ঈদ অগ্রীম টিকেট বিক্রি নিয়ে রেলপথ মন্ত্রণালয়ের দেওয়া বেশ কিছু শর্ত পাঠকের জন্য তুলে ধরা হলো।
(খ) উল্লিখিত সূচি অনুযায়ী অগ্রিম ও ফেরত যাত্রার টিকেট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রয় করা হবে।
(গ) একজন যাত্রী উল্লিখিত ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ ১ বার করে টিকেট ক্রয় করতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক ৪ টি টিকেট ক্রয় করতে পারবে।
(ঘ) একজন যাত্রীর সর্বোচ্চ ০৪ টি টিকেট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীদের নাম ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে।
(ঙ) ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।
(চ) যাত্রী সাধারণের অনুরোধে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকেট স্টেশন কাউন্টার হতে বিক্রয় করা হবে।
(ছ) ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে ৭ ও ৮ জুন ২০২৫ তারিখের টিকেট বিক্রয় করা হবে।
(জ) ঈদের ফেরত যাত্রার টিকেট নিম্নোক্ত ছক অনুযায়ী যথারীতি সকাল ০৮:০০ ঘটিকা হতে ইস্যু করা হবেঃ
রেলপথ মন্ত্রণালয় জানায়, ঢাকা হতে বহির্গামী ৪৩ টি আন্ত:নগর ট্রেনের মোট আসন সংখ্যা হবে প্রায় ৩৩,৩১৫ টি যা শতভাগ অনলাইনে বিক্রয় করা হবে।
৩ জুন ২০২৫ তারিখ থেকে ঈদের পূর্ব দিন পর্যন্ত সকল আন্ত:নগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার করা হবে। ঈদের পরে যথারীতি সাপ্তাহিক অফ-ডে কার্যকর থাকবে।
ঈদ-উল-আযহার দিন কোন আন্ত:নগর ট্রেন চলাচল করবে না।
ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সকল বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র্যাবের সহযোগিতায় টিকেট বিহীন যাত্রী স্টেশনে প্রবেশের প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হবে। টিকেটধারী যাত্রীদের স্বাচ্ছন্দ্য ভ্রমণের সুবিধার্থে ঈদের পূর্বে ৩ জুন ঈদের পূর্বদিন পর্যন্ত জয়দেবপুর স্টেশন হতে ঢাকামূখী এবং ঢাকা স্টেশন হতে জয়দেবপুরমূখী আন্ত:জোনাল আন্ত:নগর ট্রেনে কোন টিকেট ইস্যু করা যাবে না। একইভাবে বিমানবন্দর স্টেশন থেকে ঢাকা স্টেশন অভিমূখী এবং ঢাকা স্টেশন হতে বিমানবন্দর স্টেশন অভিমূখী আন্ত:নগর ট্রেনে কোন টিকেট ইস্যু করা হবে না।
৪ জুন ২০২৫ হতে ঈদের পূর্বদিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনসমূহের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না। পবিত্র ঈদ উপলক্ষে ঈদের ১০ দিন পূর্বে এবং ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুনকার সংযোজন করা হবে না। সুন্দরবন, মধুমতি, বেনাপোল, জাহানাবাদ, রূপসীবাংলা এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলী প্লাটফরম থেকে পরিচালনা করা হবে।