বাঙলা প্রতিদিন প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আবারও শাহবাগ থানা ঘেরাও করেছেন ঢাবি শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর ১২টার দিকে রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে এসে অবস্থান নেন। এর মাধ্যমে তারা পূর্ব ঘোষিত ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পর ঘেরাও কর্মসূচি শুরু করেন।
শাহবাগ থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তারা অভিযোগ করেন, হত্যার পাঁচ দিন পার হলেও এখনো প্রকৃত খুনিদের চিহ্নিত কিংবা আটক করতে পারেনি পুলিশ।
এর আগে, সকাল ১১টায় টিএসসি চত্বরে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এসময় তারা নানা স্লোগান দেন।
টিএসসি থেকে শুরু হওয়া প্রতিবাদে বিভিন্ন অনুষদ, হল এবং রাজনৈতিক সংগঠনের শিক্ষার্থীরা অংশ নেন।
প্রসঙ্গত, গত ১৩ মে (মঙ্গলবার) রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। ঘটনার পরপরই উত্তাল হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীরা টানা কর্মসূচি পালন করে আসছেন।