বাঙলা প্রতিদিন প্রতিবেদক: চাকরিতে পুনর্বহালের দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনে মানববন্ধন করেছেন ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ (ক্যাডেট) উপপরিদর্শকেরা (এসআই)।
আজ সোমবার সকাল ১০টা থেকে পুলিশ সদর দপ্তরের সামনে মানববন্ধন করেন তাঁরা।
শৃঙ্খলাভঙ্গের দায়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম ব্যাচের প্রশিক্ষণ শেষ হওয়ার মাত্র এক মাস আগে তাঁদের অব্যাহতি দেওয়া হয়। এরপর চাকরিতে পুনর্বহালের দাবিতে গত কয়েক মাস ধরে আন্দোলন করে আসছেন তাঁরা।
মানববন্ধনে অংশ নেওয়া অব্যাহতিপ্রাপ্ত সুবীর রায় গণমাধ্যমকে বলেন, ‘আমরা গত কয়েক মাস ধরে চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছি। কিন্তু পুলিশ সদর দপ্তর কোনো সুরাহা করছে না। তাই আমরা আজ আবারও পুলিশ সদর দপ্তরের সামনে মানববন্ধন করছি।’
তিনি বলেন, ‘আমাদের এখন চাকরির বয়স শেষ। এ সময় চাকরি না থাকলে মানবেতর জীবন কাটাতে হবে। তাই সব অব্যাহতিপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি।’
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, তাদের নানা অজুহাতে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যেসব শৃঙ্খলা ভঙ্গের দায় দেখিয়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেগুলো অবান্তর