বাঙলা প্রতিদিন ডেস্ক : বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে এক বৃক্ষ রোপন কর্মসূচী ২৩ মে ২০২৫ শুক্রবার আঞ্চলিক কেন্দ্র ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক, লেখক ও কলামিষ্ট ড. মেজবাহ উদ্দিন তুহিন-এর নেতৃত্বে উক্ত বৃক্ষ রোপন কর্মসূচীতে বিভিন্ন প্রজাতির ফুল ও ফল গাছের চারা রোপন করা হয়।
বৃক্ষ রোপন কর্মসূচীতে আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক (হিসাব) আবু সাঈদ মোল্লা, প্রধান কার্যালয়ের অডিট সেলের উপ-পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন মোল্লা, গোপালগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক আলমগীর হোসেন খান, মাদারীপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক শেখ আইনূল হক, আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক ফারুখ আহমেদ, শরীয়তপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক মো: বাবুল হোসেন মল্লিক, স্টুডেন্ট সাপোর্ট সাভিসেস বিভাগের সহকারী পরিচালক মো: একরামুল হক ভূইয়া, আইসটি ইউনিটের সিনিয়র সহকারী প্রোগ্রামার এমএস মমতা খাতুন, অডিটর মো: নূরু ইসলাম, অডিটর মো: শাহীনুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা শাহীন উদ্দীনসহ আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীগণ এবং বাউবি’র শিক্ষার্থীগণ অংশ নেন।