বাঙলা প্রতিদিন ডেস্ক : বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ১৩-১৬তম গ্রেডের ৪টি ক্যাটাগরির চাকরির নিয়োগ পরীক্ষা আগামীকাল শনিবার (৩১ মে) সকাল ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত যথাসময়ে ঢাকা শহরের ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বিষয়টি কর্তৃপক্ষের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেইজে ‘প্রেস বিজ্ঞপ্তি’ আকারে প্রকাশ করা হয়েছে।
পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রচার করা হয়েছে। ইতোমধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে পরীক্ষার্থীদের মোবাইল নম্বরের অনুকূলে SMS এবং প্রবেশপত্রের ডাউনলোড লিংক প্রেরণ করা হয়েছে৷
কতিপয় সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে অতিবৃষ্টির কারণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে- মর্মে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে৷ পরীক্ষার্থীদের এসকল অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো৷