[ঢাকা, ০৩ জুন ২০২৫] আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২ জুন ২০২৫, সকাল ৯:০০ টায় ভার্চুয়াল ভিডিও কনফারেন্স/অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব আরিফুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান জনাব সরওয়ার আজম খান এফসিএ এফসিএস; স্বতন্ত্র পরিচালক ড. শাহ মোঃ আহসান হাবীব; গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত পরিচালক মিস মাকসুরা নূর এনডিসি এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মনোনীত প্রক্সি জনাব রাশিদুল হাসান।
অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব রিজওয়ান দাউদ সামস; কোম্পানি সেক্রেটারি ব্যারিস্টার সামিউল হাশিম; চিফ ফিনান্সিয়াল অফিসার মিস ফাহমিদা খান এফসিএসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শেয়ারহোল্ডাররা।
সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডাররা ৫% নগদ লভ্যাংশ এবং ৫% স্টক লভ্যাংশ অনুমোদন করেন। সভার শেষাংশে শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।