বাঙলা প্রতিদিন প্রতিবেদক: রাজধানী ঢাকার দ্রুততম ও আধুনিক বাহন মেট্রোরেল চলাচল পবিত্র ঈদুল আজহার দিন অর্থাৎ ৭ জুন বন্ধ থাকবে।
বুধবার (৪ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসক) এ কে এম খায়রুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের পরদিন ৮ জুন রোববার সকাল ৮টা থেকে মেট্রোরেল ৩০ মিনিট বিরতি (হেডওয়ে) দিয়ে চলবে। অর্থাৎ, প্রতি ৩০ মিনিট অন্তর একটি করে ট্রেন চলাচল করবে।
এছাড়া ৯ জুন (রোববার) থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী, অর্থাৎ স্বল্প সময় ও কম ফ্রিকোয়েন্সিতে।
এই সাময়িক পরিবর্তনের কথা উল্লেখ করে ডিএমটিসিএল কর্তৃপক্ষ যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সবার সহযোগিতা কামনা করেছে।