গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার খলসী চাঁদপুর সুইচ গেট এলাকায় করতোয়া নদীতে গোসল করতে নেমে জবেদ আলী শেখ নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়। আজ সোমবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা অনেক খোঁজা খুঁজি করে তাকে না পেলে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়া। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোবিন্দগঞ্জ স্টেশনের ইনচার্জ মাসুদ রানার নেতৃত্বে ফায়ার সার্ভিসের রংপুর থেকে ডুবুরি দল ও গোবিন্দগঞ্জ ইউনিটের সদস্যরা এসে প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে ঘটনাস্থল থেকে ৩০ গজ দূরে থেকে সকাল ৯টার দিকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। নিহত জবেদ আলী গোবিন্দগঞ্জ পৌর শহরের খলসি চাদপুর গ্রামের মৃত সটকু শেখের ছেলে।