বাঙলা প্রতিদিন ডেস্ক :
যশোর সামাজিক বন বিভাগের আওতাধীন সাতক্ষীরা সদর উপজেলার তালতলা নামক স্থান থেকে পুলিশ একটি তক্ষক উদ্ধার করেছে। মোটরসাইকেল আরোহী এক ব্যক্তির কাছ থেকে মঙ্গলবার (১০ জুন) দুপুরে তক্ষকটি উদ্ধার করা হয়। এছাড়া, বন বিভাগের সোর্সের মাধ্যমে আরও একটি তক্ষক এবং আসামীকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আগামীকাল থানায় একটি মামলা দায়ের করা হবে।
এছাড়া, একই দিনে যশোর সামাজিক বন বিভাগের আওতাধীন শার্শা উপজেলার বুজতলা গ্রামের রাস্তা সংলগ্ন আম বাগান থেকে একটি অসুস্থ মেছো বিড়াল উদ্ধার করা হয়। উদ্ধার করা বিড়ালটি শার্শা এসএফএনটিসি হাসপাতালে নিয়ে আসা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে বিড়ালটি কিছুটা সুস্থ হয়ে নিজে অল্প হাটাচলা করতে পারছে। দ্রুত সুস্থ হলে তাকে তার বাসস্থানের কাছাকাছি ছেড়ে দেওয়া হবে।
এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং বন্যপ্রাণী সুরক্ষায় বন অধিদপ্তরের চলমান প্রয়াস অব্যাহত থাকবে।