বাঙলা প্রতিদিন প্রতিবেদক: গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৫ জুন) বিকেল ৫টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
গণফোরাম নেতা মুহাম্মদ উল্লাহ মধু গণ্যমাধ্যমকে জানান, গণফোরাম সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টুর জানাজা আজ রাত ৯টায় এলিফ্যান্ট রোডে তার বাড়ির কাছে অনুষ্ঠিত হবে। কাল সোমবার (১৬ জুন) সকালে কেরাণীগঞ্জে গ্রামের বাড়িতে এবং দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানানো হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মোস্তফা মহসীন মন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেন মোস্তফা মহসীন।
বিগত আওয়ামী লীগের ক্ষমতাসীন সময়ে রাজপথে সক্রিয় ছিলেন মোস্তফা মহসীন। সর্বশেষ জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে তার ভূমিকা ছিল অনেক।
বিএনপির শীর্ষ দুই নেতা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।