বাঙলা প্রতিদিন প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার নিরপেক্ষতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
বুধবার (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।
ডা. তাহের বলেন, “প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের নেতার সঙ্গে যোগাযোগ করেছেন—এটি অন্য রাজনৈতিক দলগুলোর মতো আমাদেরও বিব্রত করেছে। প্রতীকী প্রতিবাদ হিসেবে গতকালের বৈঠকে আমরা অংশ নেইনি। তবে পরে প্রধান উপদেষ্টা আমাদের আমিরের সঙ্গে কথা বলেন এবং নিরপেক্ষ অবস্থান বজায় রাখার প্রতিশ্রুতি দেন। সেই আশ্বাসে আমরা আজকের বৈঠকে যোগ দিয়েছি।”
বৈঠকে জামায়াতের পক্ষ থেকে আরও অংশ নেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আযাদ।
জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের এই আলোচনায় আজকের আলোচ্য বিষয় ছিল—জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি ও জেলা সমন্বয় কাউন্সিল গঠনের রূপরেখা।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সংলাপের প্রথম দিনে জামায়াতে ইসলামী অংশ নেয়নি। পরে দলটির পক্ষ থেকে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টার মধ্যে লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের যৌথ বিবৃতি ‘একপাক্ষিক’ হওয়ায় তারা বৈঠকটি ‘বয়কট’ করেছে।
তবে আজকের বৈঠকে জামায়াতের উপস্থিতি এবং অন্যান্য দলের নেতাদের সঙ্গে হাস্যোজ্জ্বল কুশল বিনিময় আলোচনায় ভিন্নমাত্রা যোগ করে।