বাঙলা প্রতিদিন ডেস্ক : গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে* মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার গোয়ালীমান্দ্রা বাজার এলাকায়* অভিযান চালিয়ে ১২ হাজার টাকা মূল্যমানের ৪০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
ধৃত মাদক ব্যবসায়ী হচ্ছে; মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার লস্করপুর গ্রামের মৃত সিরাজ কাজীর ছেলে মো: রুবেল কাজী (৩৭)।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামী আন্তঃ জেলা পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ ভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলাসহ আশপাশের বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ক্রয় বিক্রয় এর মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।