ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে দ্বিতীয়বারের মতো এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরির ইতিহাস গড়লেন নাজমুল হোসেন শান্ত। অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ২৯৫ রান। হাতে আছে ৩৭ ওভার। এদিন ১৯৯ বলে ১২৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত।
শনিবার (২১ জুন) গলে প্রথম টেস্টের শেষ দিনে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতেই মুশফিকুর রহিমের রান আউট কিছুটা হতাশ করলেও এদিন নিজের দ্বিতীয় সেঞ্চুরি করেন শান্ত।
চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৭৭ রান। সব মিলিয়ে টাইগারদের লিড এখন ১৮৭ রানের। এর আগে প্রথম ইনিংসে ৪৯৫ রান করেছিল সফরকারীরা।
দিনের শেষ ওভারটা করলেন শ্রীলঙ্কান বোলার কামিন্ডু মেন্ডিস। তার ডানহাতি অফ স্পিন থেকে নাজমুল নিলেন এক রান, মুশফিকও এক রান। দিনের শেষ ওভারে দুই রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে বাংলাদেশ।
আগামীকাল গল টেস্টের শেষ দিন। বাংলাদেশ দলকে জিততে হলে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে নামিয়ে নির্ধারিত রানের আগেই অলআউট করতে হবে। তবে তার আগে দরকার হবে স্কোরবোর্ডে ভালো রান। যাতে শ্রীলঙ্কাকে দ্বিতীয় ইনিংসে অলআউট করা না গেলেও প্রয়োজনীয় রান তুলতে যাতে সক্ষম না হয়।
এর আগে প্রথম ইনিংসে অধিনায়ক নাজমুল শান্ত ও উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে ৪৯৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। নিশাঙ্কার ১৮৭ রানের ওপর ভর করে ৪৮৫ রানে থামে তারা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১৫১ ওভারে ৪৯৫/১০ (সাদমান ১৪, এনামুল ০, মুমিনুল ২৯, মুশফিক ১৬৩, নাজমুল ১৪৮, লিটন ৯০, জাকের ৮, নাঈম ১১, তাইজুল ৬, হাসান ৭*, নাহিদ ০)
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৩১.২ ওভারে ৪৮৫/১০ (নিশাঙ্কা ১৮৭, লাহিরু ২৯, চান্দিমাল ৫৪, ম্যাথুস ৩৯, কামিন্দু ৮৭, সিলভা ১৯, কুশাল ৫, রাত্নায়েকে ৩৯, থারিন্দু ০, জয়সুরিয়া ১১*, ফার্নান্ডো ৪)
বাংলাদেশ ২য় ইনিংস: ৮৭ ওভারে ২৮৫/৬ ডি. (সাদমান ৭৬, এনামুল ৪, মুমিনুল ১৪, শান্ত ১২৫, মুশফিক ৪৯, লিটন ৩, জাকের ২, নাঈম ৭)