ক্রীড়া প্রতিবেদক: ম্যাচে বেশিরভাগ সময়ই চালকের আসনে ছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েছিল টাইগাররা। তবে গলের ব্যাটিং স্বর্গে ভালোই জবাব দিয়েছে শ্রীলঙ্কা। তারপরও ১০ রানের ছোট লিড পেয়েছিল সফরকারীরা। সেটার সঙ্গে দ্বিতীয় ইনিংসেও শান্তর দারুণ ব্যাটিংয়ে ইনিংস ঘোষণার সাহস পায় বাংলাদেশ। তখনও দিনের খেলার ৩৭ ওভার বাকি ছিল। তবে এই সময়ে লঙ্কানদের ৪ উইকেটের বেশি তুলতে পারেনি টাইগাররা। ফলে ড্র দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে পা রাখল বাংলাদেশ।
এর আগে গলে ২০১৩ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটি ড্র হয়েছিল। এরই মাঝে চলে গেছে ২৬ ম্যাচ। এখন পর্যন্ত গলে ৪৫ ম্যাচের ৭টি ড্র হয়েছে।
লঙ্কানদের ৪ উইকেট তুলে নেয়ার পর ম্যাচের চালকের আসনে ছিল টাইগাররা। ম্যাচের শেষ দিকে বোলিং প্রান্তে তাইজুল ইসলাম বেশ আগ্রহী ছিলেন। কিন্তু আম্পায়ার আউট দেননি ধনঞ্জয়া ডি সিলভাকে। রিভিউ নিয়েও দেখা গেল, বল ছুয়ে যায়নি ব্যাট। দিনের খেলার তখনও ৫ ওভার বাকি। তবে ড্র মেনে নেন নাজমুল হোসেন ও ধনঞ্জয়া ডি সিলভা।
গলে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৯৫ রান করেছিল বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা থামে ৪৮৫ রানে। ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কা ৪ উইকেট ৭২ রান করলে দুই দল ড্র মেনে নেয়।
কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা-দু’জনই অপরাজিত থাকেন ১২ রান করে।
প্রথম ইনিংসে নাইম হাসান বলে ঘূর্ণি ধরিয়ে নিয়েছিলেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে যেটুকু সময় পেলেন, তাতে ঘূর্ণি জালে লঙ্কানদের বেধেছেন তাইজুল ইসলাম। ৪ উইকেটের তিনটিই নেন তিনি। বাকিটি নেন নাইম হাসান।
দুই ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচ সেরার পুরস্কারটা জিতে নিলেন নাজমুল হোসেন শান্ত।