গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, মোবাইল টাওয়ার ও ব্যবসা প্রতিষ্ঠানের লক কাটারসহ তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ডাকাত দল ডাকাতির উদ্দেশ্য গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, মোবাইল টাওয়ার ও ব্যবসা প্রতিষ্ঠানের লক কাটারসহ ডাকাতির কাজে ব্যবহৃত সাদা রঙের একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২৭-২২৩০)জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে জুয়েল মিয়া (৩৫), কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নাওপি গ্রামের তৈয়ব আলীর ছেলে সোহাগ মিয়া (৩২), একই গ্রামের শাহজান আলীর ছেলে জহুরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে ফারুক হোসেন (৩০), ভোলা জেলার লালমোহন উপজেলার হালিম নগর গ্রামের মৃত হারেছ আলীর ছেলে ইসমাইল হোসেন (৩৪) এবং চাঁদপুর জেলার সদর উপজেলার মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুর রাকিব (৩৩) গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইকবাল পাশা আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আমার দেশকে জানান, তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে এবং তাদেরকে রাতেই নওগাঁ জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে নওগাঁ ডিবি পুলিশের ওসি মোস্তাফিজ হাসানের কাছে আন্তঃ জেলা ডাকাত দলের গ্রেপ্তারকৃত ৬ সদস্যের ব্যাপারে জানতে চাইলে মুঠো ফোনে (শুক্রবার বিকেল ৩টায়) তিনি বলেন, তাদের বিরুদ্ধে নওগাঁর একাধিক থানায় জিডি রয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।