বাঙলা প্রতিদিন প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে হামলাকারীরা বিএনপি বা শ্রমিক দলের কেউ নয় বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।তিনি বলেছেন, বিএনপির স্লোগান ব্যবহার করে হামলা চালিয়ে দলকে বিতর্কিত করার ষড়যন্ত্র হয়েছে। নগর ভবনে হামলাকারীদের সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠতা রয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনে আহতদের দেখতে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সোমবার (২৩ জুন) দুপুরে ঢাকার নগর ভবনে কয়েকজন যুবক প্রবেশ করে হঠাৎ করে ভাঙচুর শুরু করে। তারা কিছু সময়ের জন্য ভবনের নিচতলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মুখে বিএনপির স্লোগান দিচ্ছিল, তবে পরিচিত নেতাকর্মীদের কেউ সেখানে উপস্থিত ছিলেন না।
ডিএসসিসির পক্ষ থেকে এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
হামলার পরপরই সরকারপন্থী একাধিক ব্যক্তি ও সামাজিক মাধ্যমে একে ‘বিএনপি ও শ্রমিক দলের সন্ত্রাসী তাণ্ডব’ বলে চিহ্নিত করার চেষ্টা চলে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার ইশরাক হোসেন সরাসরি এই অভিযোগের প্রতিবাদ জানিয়ে বলেন, “আমাদের রাজনীতির মূল কৌশলই অহিংস গণতান্ত্রিক আন্দোলন। কোনো অবস্থায় আমরা সন্ত্রাসী হামলার পক্ষে নই।”
তিনি আরও বলেন, “যারা প্রকৃত অপরাধী, তাদের চিহ্নিত না করে বিএনপির নামে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা রাজনৈতিক প্রতিহিংসার অংশ। সরকারদলীয় মহলের একজন উপদেষ্টার সঙ্গে এই হামলাকারীদের যোগাযোগ রয়েছে—সেটির যথাযথ তদন্ত দাবি করছি।”
এই ঘটনার তদন্ত এবং প্রকৃত হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির পক্ষ থেকে একটি লিখিত বিবৃতি দেওয়া হয়েছে। দলটি অভিযোগ করছে, “রাজনৈতিক দমননীতি বাস্তবায়নে বিরোধী দলকে সন্ত্রাসী হিসেবে চিত্রিত করতেই এমন ঘটনা সাজানো হচ্ছে।”
সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ বক্তব্য দেননি, তবে স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা জানান, “সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে, শিগগিরই প্রকৃত চিত্র জানা যাবে।”