বাঙলা প্রতিদিন প্রতিবেদক: রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে আজ শুরু হচ্ছে পরিবেশ মেলা ও বৃক্ষমেলা। পরিবেশগত সমস্যা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নীতি নির্ধারণে গুরুত্বারোপ ও টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য ছিল ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়।’ পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ছুটি থাকায় পরিবেশ ও বৃক্ষমেলা ২৫ জুন উদযাপন করা হচ্ছে।
ঢাকার শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে বুধবার (২৫ জুন) থেকে শুরু হচ্ছে পরিবেশ ও বৃক্ষমেলা। মেলার উদ্বোধন অনুষ্ঠান হবে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এতে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে অবদানের জন্য ‘জাতীয় পরিবেশ পদক ২০২৪’, ‘বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার ২০২৫’ ও ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৪’ দেওয়া হবে।
জানা গেছে, পরিবেশ মেলা চলবে আগামী শুক্রবার (২৭ জুন) পর্যন্ত। আর ২৪ জুলাই পর্যন্ত চলবে বৃক্ষমেলা। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীর জন্য মেলা উন্মুক্ত থাকবে।