আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী খেরসনে রাশিয়ার বিমান হামলায় একজন নিহত ও অপর দু’জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা বৃহস্পতিবার এ তথ্য জানান।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ঝড়ে একটি গাছ ভেঙে পড়ার সময় চাপা পড়ে ১২ বছর বয়সী এক বালকের মৃত্যু হয়েছে। ঝড়ের কবলে আরেকটি গাছের সাথে সংঘর্ষে এক বাইক আরোহীর মৃত্যু হয়।
ফ্রান্সের জরুরি পরিষেবা জানায়, বুধবার দিনের শেষে প্রবল বৃষ্টিপাতের ফলে আরও ১৭ জন আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
রাজধানী প্যারিসের সাক্রে ক্যর গির্জার ওপর বিদ্যুৎ চমকাতে দেখা যায়। এ সময় আকাশ ধারণ করে এক রহস্যময় হলুদ রঙ। প্রবল বাতাসে পথচারীরা আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে থাকেন। এছাড়া পার্লামেন্টের নিম্নকক্ষের ছাদ চুঁইয়ে পানি ঢুকে পড়ে। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আলোচনায় বিঘ্ন ঘটে।
ফ্রান্সজুড়ে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে এক ভয়াবহ তাপদাহের পর এ ঝড় শুরু হয়। এতে ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতির বাতাস বইতে শুরু করে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
জরুরি পরিষেবা জানায়, বৃহস্পতিবার প্রায় এক লাখ বাড়ি বিদ্যুৎবিহীন রয়েছে। ফ্রান্সের মধ্যাঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্নতা হয়ে পড়েছে। গাছপালা পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, অবকাঠামো ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জলাবদ্ধতা ও বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে।
দেশটিতে চলতি সপ্তাহের শেষে ও আগামী সপ্তাহের শুরুতে আরও তীব্র তাপদাহের আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি