বিনোদন ডেস্ক: ভিকি কৌশল জানালেন, স্ত্রী ক্যাটরিনা কইফ তাঁর অভিনয় নিয়ে রীতিমতো স্পষ্টবাদী। তবে একই রকম স্পষ্ট মতামত যদি তিনি ক্যাটরিনাকে দেন, তা মোটেই পছন্দ করেন না বলেই জানান এই অভিনেতা।
সম্প্রতি করিনা কাপুর খানের পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে ভিকি জানান, তাঁর অভিনীত প্রতিটি কাজ খুব মন দিয়ে খুঁটিয়ে দেখেন ক্যাটরিনা। একজন দর্শকের দৃষ্টিভঙ্গি থেকে মতামতও দেন। ভিকির কথায়, ‘ক্যাটরিনা আমার সব সিনেমা দেখে, ফিডব্যাক দেয়, এমনকি কোথায় উন্নতি করা দরকার, তাও বলে। এটা আমার জন্য অনেক উপকারী।’
তবে এখানেই ছিল ভিকির হালকা ক্ষোভ। তিনি বলেন, ‘কখনও উল্টোটা হয় না। ক্যাটরিনা কিন্তু আমার কাছ থেকে কোনো অভিনয় পরামর্শ নেয় না।’
এ মন্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। অনেকেই দাম্পত্যে এই ‘ওয়ান ওয়ে ফিডব্যাক’-এর বিষয়টিকে মজার ছলে নিচ্ছেন, কেউ কেউ আবার দেখছেন ভিকির আন্তরিকতা ও স্বচ্ছতার প্রতিফলন হিসেবে।