মোনাশ বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ক্রেডেনশিয়ালসহ ফাউন্ডেশন ইয়ার এবং ডিপ্লোমা সম্পূর্ণ করলো ১২০ জন শিক্ষার্থী
বাঙলা প্রতিদিন ডেস্ক : মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন ২০২৫ আয়োজন করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। গতকাল রাজধানীর একটি হোটেলে এ কনভোকেশন অনুষ্ঠিত হয়। মোনাশ বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন ইয়ার এবং মোনাশ কলেজ ডিপ্লোমা (ব্যবসা, প্রকৌশল এবং তথ্য প্রযুক্তি) প্রোগ্রামে অধ্যয়নরত ১২০ জন শিক্ষার্থী এই দিন নিজেদের গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্তহাইকমিশনার ক্লিফটন পোবকে। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ এবং প্রধান বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা; ইউসিবিডি বোর্ডের সদস্য,
ইউসিবিডি’র প্রেসিডেন্ট অধ্যাপক হিউ গিল; ইউসিবিডি’র অ্যাকাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক মো. ইসমাইল হোসেন এবং এসটিএস গ্রুপের সিইও মানাস সিং।
এই বছরের কনভোকেশনটি ছিলো ইউসিবিডি’র সমাদৃত মোনাশ প্রোগ্রামের ৮ম ও ৯মইনটেকের জন্য আয়োজিত চতুর্থ গ্র্যাজুয়েশন ইভেন্ট। সমাবর্তন অনুষ্ঠানের শুরুতেইউনিভার্সাল কলেজ বাংলাদেশের প্রেসিডেন্ট প্রফেসর হিউ গিল উষ্ণ অভ্যর্থনা ওঅভিনন্দনের মাধ্যমে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, “৯৮ শতাংশ পাশের হার এবংআমাদের অধিকাংশ শিক্ষার্থীর সেরা গ্রেড অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত।
আমরা বলতে চাই যে, ঢাকার শিক্ষার্থীরা মেলবোর্নের শিক্ষার্থীদের চেয়ে অনেকভালো ফলাফল অর্জন করেছে। আজ যারা এই প্রোগ্রাম সম্পূর্ণ করছেন, তারাপ্রত্যেকেই বিশ্বমানের যোগ্যতা নিয়ে যাচ্ছেন, যা আন্তর্জাতিক সেরাবিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে তাদের সহায়তা করবে। আমরা আপনাদেরঅর্জনে গর্বিত এবং একইসাথে, আপনাদের আন্তর্জাতিক শিক্ষার স্বপ্নপূরণহওয়ায় আনন্দিত।”
ইউসিবিডি মোনাশের বিশেষ অংশীদার, এবং এর সকল গ্র্যাজুয়েটদের অস্ট্রেলিয়ারমোনাশ ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ নিশ্চিত করা হয়, যা কিউএস ওয়ার্ল্ডইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৫-এ ৩৭তম স্থানে রয়েছে।
বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার ক্লিফটন পোবকে বলেন,“ইউসিবিডি এবং মোনাশের মধ্যে এই অংশীদারিত্ব গুরুত্ব বহন করে। শিক্ষার মাধ্যমেকীভাবে বিভিন্ন দেশের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং দীর্ঘস্থায়ী বৈশ্বিক পরিবর্তন
ত্বরান্বিত করা যায় সেটির প্রতিফলন এই অংশীদারিত্ব। যারা এই প্রোগ্রাম সম্পূর্ণকরেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এই শিক্ষার্থীরা ভবিষ্যতেদুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে ভূমিকা রাখবে বলে আশাবাদী আমি।”
সনদ প্রদান এবং শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
দেশের প্রথম শিক্ষা মন্ত্রণালয়-অনুমোদিত আন্তর্জাতিক শিক্ষা প্রদানকারীপ্রতিষ্ঠান ইউসিবিডি। মোনাশ বিশ্ববিদ্যালয়ে সরাসরি এবং নিশ্চিত ভর্তির সুযোগতৈরি করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এই উদ্যোগটি অস্ট্রেলিয়ায় স্থানান্তরিত
হওয়ার আগেই বাংলাদেশি শিক্ষার্থীদের ঢাকায় নিজেদের উচ্চশিক্ষা শুরু করার সুযোগ তৈরি করেছে। ইউসিবিডি’তে মোনাশ প্রোগ্রামের পরবর্তী ইনটেকের ভর্তি আগামী জুলাই এবং আগস্ট মাসজুড়ে চলবে।