বাঙলা প্রতিদিন ডেস্ক : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের অভাবে দেশের মিডিয়ায় অনেক স্খলন ঘটেছে। বস্তুনিষ্ঠ, যৌক্তিক ও বৈজ্ঞানিক বিশ্লেষণধর্মী তথ্য সাহসিকতার সাথে উপস্থাপন করতে হবে; জার্নালিজম একটি পবিত্র দায়িত্ব, জনগণের আমানত। তিনি বলেন, বাংলা এডিশন অনলাইন পোর্টালের আবির্ভাব সংবাদ জগতে একটি সাহসী পদক্ষেপ, যেখানে প্রযুক্তির মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ চর্চা জীবন্ত হয়ে ওঠবে।
আজ ঢাকায় হোটেল লা মেরিডিয়ানে অনুসন্ধানী গণমাধ্যম বাংলা এডিশন (banglaedition.com)-এর উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।
উদ্বোধন অনুষ্ঠানে বাংলা এডিশনের চেয়ারম্যান সাংবাদিক কলামিস্ট ইলিয়াস হোসেন, সাংবাদিক কলামিস্ট কনক সরোয়ার, মিডিয়া ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য অনলাইন প্ল্যাটফর্মে বক্তৃতা করেন। অনুষ্ঠানে অন্যানের মধ্যে জুলাই-গণভ্যুত্থানে আহত পরিবারের সদস্যগণ-সহ বিএনপি ও জামায়াত ইসলামীর প্রতিনিধি, মিডিয়া ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা বাংলাদেশ সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ‘জুলাই শহিদ দিবস’ ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এসময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।