চট্টগ্রাম প্রতিনিধি: চলতি বছরের মধ্যেই ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক ও জনসংযোগ বাড়াতে আকাশপথের বিকল্প নেই। তাই এ বছরের শেষ নাগাদ ফ্লাইট চালুর চেষ্টা করা হবে।
শুক্রবার (২২ আগস্ট) চট্টগ্রামের আগ্রাবাদের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের এক বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি জানান, দুই দেশের মধ্যে ভিসা সহজ করা হয়েছে, ফলে আগ্রহীরা অনলাইনে সহজে ভিসা নিতে পারবেন।
জাম কামাল বলেন, সরাসরি ফ্লাইট শুরু হলে মানুষে–মানুষে যোগাযোগ, ব্যবসায়িক সংযোগ, পণ্য পরিবহনসহ নানা বিষয়ে সুবিধা হবে। এ ছাড়া দুই দেশের মধ্যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন নিয়ে রোববার চুক্তি সই হবে। এই গ্রুপ যৌথভাবে বাণিজ্যের রোডম্যাপ তৈরি করবে—কোন খাতে নজর দেওয়া হবে, কোথায় বিনিয়োগ ও রপ্তানি-আমদানির সম্ভাবনা আছে, তা নির্ধারণ করা হবে।
জাহাজ চলাচল প্রসঙ্গে তিনি বলেন, আমরা আঞ্চলিক সংযোগকে গুরুত্ব দিচ্ছি। চাল, গমসহ নিত্যপণ্য সরাসরি আদান–প্রদান হলে উভয় দেশের জন্যই উপকারী হবে। এতে সময় ও খরচ দুটোই বাঁচবে।
সম্পর্কোন্নয়নে যৌথ উদ্যোগ জরুরি উল্লেখ করে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে পাকিস্তানের ১০টির বেশি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। আগামী নভেম্বরে ফুড এক্সপোসহ বিভিন্ন আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের ব্যবসায়ীদের অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি।







































































