বাঙলা প্রতিদিন ডেস্ক : গত ২১ ডিসেম্বর ২০২৪ গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন উলুসরা এলাকার জনৈক হারুনের বেকারীর সামনে রাস্তার উপর হত্যা মামলার এজাহারনামীয় আসামী মোঃ ইমন(২৫), স্বাধীন(২৬), শহিদুল ইসলাম(৩৫), আকাশ পিচ্চি আকাশ(২৬), মনির(২৭), আকাশ(২৬), মামুন(২৬), জনি(২৪) ও অজ্ঞাতনামা ৪/৫ জনসহ বর্তমানে গ্ৰপ্তারকৃত আসামি মোঃ আকাশ@ পিচ্চি আকাশ (২৭) পিতা-মোঃ মজিবর রহমান, সাং-জয়পুর, থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জ, এ/পি সাং- উলুসরা, থানা- কালিয়াকৈর, জেলা- গাজীপুরসহ পূর্বে ধৃত এজাহারনামীয় ২ নং আসামী মোঃ ছোবাহান ইসলাম(৩২) ৪) মোঃ জাহাঙ্গীর(৩২) তদন্তে প্রাপ্ত আসামী সজিব(২৬),গণ ভিকটিম আবুল কালাম আজাদ(২৬), পিতা-মৃত কাশেম লস্কর, মাতা-কাঞ্চন বেগম, সাং-মসদই, থানা-মির্জাপুর, জেলা-টাঙ্গাইল, এ/পি সাং-চান্দরা পল্লীবিদ্যুৎ(বেলায়েত এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর’কে পূর্ব শত্রুতার জেরে ঘটনাস্থলে ডেকে নিয়ে আসামীদের হাতে থাকা ধারালো ও ভোতা অস্ত্র দিয়ে এলোপাথারী আঘাত করে ভিকটিমের কপালের উপরে মাথার বাম পাশে, নাকের বাম পাশে, বাম চোখের উপরে ব্রুতে, থুতনির বাম পাশে, ডান হাতের বৃদ্ধা ও তর্জনী আংগুলে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে এবং লোহার রড, লোহার পাইপ ও লাঠি সোটা দিয়ে এলোপাথারী আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। ভিকটিমের ডাক-চিৎকারে আশে-পাশের লোকজন আগাইয়া আসলে আসামীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় কুমুদিনি হাসপাতাল, মির্জাপুর, টাঙ্গাইল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করে। উক্ত ঘটনায় ভিকটিমের মাতা কাঞ্চন বেগম(৪৯) পিতা-মৃত নাগর আলী মিয়া, সাং-মসদই, ইউপি-ওয়ার্সি, থানা-মির্জাপুর, জেলা-টাঙ্গাইল বাদী হয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহা গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মামলা নং-৩০, তারিখঃ ২৩/১২/২৪ ইং, ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। উক্ত হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে এই ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ি ক্যাম্প, গাজীপুর এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
গত ১৬ সেপ্টেম্বর সাড়ে ১১টার দিকে র্যাব-১, সিপিএসসি, গাজীপুর এবং র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এর যৌথ আভিযানিক দল তথ্য প্রযুক্তি, বিশ্বস্ত সোর্স এবং ইন্ট উইং, র্যাব ফোর্সেস সদর দপ্তর এর সহায়তায় জানতে পারে যে, সূত্রোক্ত মামলার এজাহারনামীয় ০৬ নং আসামি মোঃ আকাশ @ পিচ্চি আকাশ(২৬) টাঙ্গাইল জেলার বাসাইল থানাধীন করাতিপাড়া এলাকায় আতœগোপনে আছে। উক্ত সংবাদের ভিতিত্তে র্যাব-১, সিপিএসসি, গাজীপুর এবং র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এর যৌথ আভিযানিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ০৬ নং আসামী মোঃ আকাশ @ পিচ্চি আকাশ(২৬)’কে ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ১৪০০ ঘটিকার সময় টাঙ্গাইল জেলার বাসাইল থানাধীন করাতিপাড়া এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তার দখল হতে দেশীয় তৈরী ০১ টি স্পকেট চাইনিজ কুড়াল উদ্ধার করে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী উল্লেখিত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং কিশোর গ্যাং লিডার মোঃ আকাশ পিচ্চি আকাশ(২৬) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২ টি হত্যা সহ অন্যান্য মামলা রয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত কিশোর গ্যাং লিডার মোঃ আকাশ @পিচ্চি আকাশ(২৬) এর অন্যতম সহযোগী,গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মামলা নং-০১, তারিখঃ ০১/০৩/২০২৫ ইং, ধারাঃ ১৪৩/৩৪১/৩৮৫/৩০৭/৩২৪/৩২৬/৩২৩/৩৭৯/৫০৬ পেনাল কোড এর তদন্তেপ্রাপ্ত আসামি মোঃ সৌরভ(২১) পিতা-শুকুর আলী, সাং-বিশ্বাসপাড়া, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর’কে একই তারিখ একই স্থান হতে গ্রেফতার করত গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।