বাঙলা প্রতিদিন প্রতিবেদক : ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল থানা ও শেরেবাংলা নগর থানা পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলো ; নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আনোয়ারুল হক সেলু আহমেদ (৪২), সাবেক ছাত্রলীগের সদস্য মিরাজ (৩১), ঢাকা শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম শাকিল (৩৪), সাবেক ছাত্রলীগের সদস্য আরিফুর রহমান (৩৮), কাজী নজরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তারিকুল ইসলাম (৩৬), ইলিয়াছ মির্জ জাবেদ (৩০), নাঈম (২১), ছাব্বির হোসেন রাব্বি (২০), রায়হান উদ্দিন রিহান (২২) এবং আবু বক্কর সিদ্দিক (২০) ।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে মতিঝিল থানাধীন শাপলা চত্বর এলাকায় ঘরোয়া খাবার হোটেলের সামনের পাকা রাস্তায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা ১২০-১৫০ জন সদস্য জড়ো হয়। তারা সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে মতিঝিল থানা পুলিশ আওয়ামী লীগের শ্লোগান সম্বলিত ব্যানারসহ দুজনকে হাতেনাতে গ্রেফতার করে।
অন্যরা বিভিন্ন অলিগলি দিয়ে পালিয়ে যায়। ব্যানারে লেখা ছিল, “শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, হঠাও ইউনূস বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ” এবং “ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন”। এ সময় ঘটনাস্থল থেকে আওয়ামী লীগের শ্লোগান সম্বলিত ব্যানার সহ আনোয়ারুল হক সেলু ও মোঃ মিরাজকে সাড়ে ১২ টার দিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পলাতক আসামিদের নাম-ঠিকানা এবং অর্থদাতা ও ইন্ধনদাতাদের তথ্য পাওয়া যায়। এ ঘটনায় মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলা রুজু করা হয়।
পরবর্তীতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) থানা এলাকা এবং আশেপাশের এলাকায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শাপলা চত্বর এলাকা থেকে সাইদুল ইসলাম শাকিল , আরিফুর রহমান ও তারিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
অপরদিকে শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে শেরেবাংলা নগর থানাধীন শিশু মেলা মোড়ে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ৭/৮ জন একত্রিত হলে ডিউটিরত শেরেবাংলা নগর পুলিশ তাদেরকে তল্লাশি করার জন্য ঘেরাও করে।
তখন তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়।এ সময় হাতে নাতে ইলিয়াছ মির্জা জাবেদ , নাঈম ও ছাব্বির হোসেন রাব্বিকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতদের গ্রেফতারকালে ২০/৩০ টা মোটর সাইকেল এসে গ্রেফতারকৃতদের কেড়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় পুলিশ লাঠি চার্জ করে এবং মোটরসাইকেলে আসা অজ্ঞাতদের থেকে আরো দুই তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রায়হান উদ্দিন রিহান ও আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দশজনসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।