বাঙলা প্রতিদিন প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য দিতে গিয়েছেন। এই মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তার সাক্ষ্যগ্রহণের কথা ছিল। ওইদিন ট্রাইব্যুনালে উপস্থিত হলেও মাহমুদুর রহমানের স্টেট ডিফেন্স আইনজীবীর জেরা শেষ না হওয়ায় নাহিদের সাক্ষ্যগ্রহণ সম্ভব হয়নি। আজ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দেওয়া মাহমুদুর রহমানের জবানবন্দি এবং তার ওপর দুই দিনব্যাপী জেরার কাজ শেষ হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আজই নাহিদ ইসলামের সাক্ষ্য নেওয়া হবে।
জানা যায়, জুলাই-আগস্টের হত্যাযজ্ঞ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। এ মামলার সাক্ষ্যগ্রহণের অধ্যায় নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে সমাপ্ত হবে।
একই সময়ে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২, আশুলিয়ায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে ছয় লাশ পোড়ানো ও একজন হত্যার মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে।