বাঙলা প্রতিদিন প্রতিবেদক: সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর পাকিস্তান পারস্পরিক একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এই পদক্ষেপ কয়েক দশকের পুরনো নিরাপত্তা অংশীদারিত্ব আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে চুক্তিটি বিশেষ গুরুত্বও পাচ্ছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ উচ্ছ্বাস প্রকাশ করেন।
পোস্টে আসিফ নজরুল বলেন, ‘সৌদি আররের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে। এখন থেকে সৌদি আরব বা পাকিস্তান আক্রান্ত হলে সেটাকে দু’দেশ নিজেদের ওপর ‘আগ্রাসন’ হিসেবে দেখবে। দু’দেশ একসঙ্গে হামলার জবাব দেবে। আলহামদুলিল্লাহ!’
তিনি আরও বলেন, ‘আসলে এমন চুক্তি সম্পাদন করা ছাড়া মুসলিম দেশগুলোর আর কোন উপায় নেই।’