বাঙলা প্রতিদিন প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন। তার সফরসঙ্গী হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সদস্যসচিব আখতার হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, অধ্যাপক ইউনূস ২৬ সেপ্টেম্বর সাধারণ সভায় ভাষণ দেবেন।
প্রধান উপদেষ্টার ভাষণে গত বছরের সরকারের কার্যক্রম এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার প্রতিফলিত হবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানিয়েছেন, চারজন শীর্ষ রাজনৈতিক নেতা এ বছর বাংলাদেশের প্রতিনিধি দলকে যোগ দেবেন। তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা হুমায়ূন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এবং ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নেতা আখতার হোসেন।
তিনি আরও বলেন, অধ্যাপক ইউনূস ইউএনজিএ’র পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন, যার বিস্তারিত প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, এবং ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা ২২ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্কে যাত্রা করবেন। ২ অক্টোবর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
এ বছর ইউএনজিএ’র সাধারণ বিতর্ক ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর এবং ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্বের রাষ্ট্র ও সরকারের প্রধানরা জটিল ও আন্তঃসংযুক্ত বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে তাদের অগ্রাধিকার ও নীতি প্রাধান্য তুলে ধরবেন।
সূত্র: বাসস