বাঙলা প্রতিদিন প্রতিবেদক: মোহাম্মদপুর কৃষি মার্কেট আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর পরবর্তী সময়ে রাজউক ও ডিএনসিসির কর্তৃক ডিজাইন অনুমোদন না করে স্থানীয় জনগণের সহযোগিতায় যে স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এখন তা ব্যবহারের উপযোগী কি না তা নির্ধারণে কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন উল হাসান একটি অফিস আদেশ জারি করে ৪ সদস্যের কমিটি অনুমোদন দিয়েছেন।
সচিব মোহাম্মদ মামুন উল হাসান জানান, মোহাম্মদপুর কৃষি মার্কেট আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বর্তমানে যে স্থাপনা নির্মাণ করা হয়েছে তা ব্যবহার উপযোগী কি না তা নির্ধারণ করবে এই কমিটি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির প্রধান প্রকৌশলীকে এবং সদস্য সচিব করা হয়েছে ডিএনসিসির টিইসির নির্বাহী প্রকৌশলীকে।
পাশাপাশি কমিটির বাকি সদস্যরা হলেন বুয়েটের মনোনীত প্রতিনিধি এবং ডিএনসিসির অঞ্চল ৫ এর নির্বাহী প্রকৌশলী।